ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

ব্রাহ্মণপাড়ায় ট্রেনে কাটা পড়ে মো. লিটন মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে শশীদল ইউনিয়নের ভাল্লক নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মো. লিটন মিয়া শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (দুর্গাপুর) এলাকার আবদুল হাইয়ের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ভাল্লক নামক স্থানে অরক্ষিত রেল ক্রসিংয়ের কাছে এলে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে পার হতে গেলে কাটা পড়েন লিটন। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে এলাকাবাসী ও স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ি কুমিল্লার সহকারী উপপরিদর্শক মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়াও আমরা দুর্ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহত লিটনের লাশ তাঁর স্বজনরা বাড়িতে নিয়ে যায়।

ব্রাহ্মণপাড়ায় ট্রেনে কাটা পড়ে মো. লিটন মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে শশীদল ইউনিয়নের ভাল্লক নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মো. লিটন মিয়া শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (দুর্গাপুর) এলাকার আবদুল হাইয়ের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ভাল্লক নামক স্থানে অরক্ষিত রেল ক্রসিংয়ের কাছে এলে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে পার হতে গেলে কাটা পড়েন লিটন। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে এলাকাবাসী ও স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ি কুমিল্লার সহকারী উপপরিদর্শক মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়াও আমরা দুর্ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহত লিটনের লাশ তাঁর স্বজনরা বাড়িতে নিয়ে যায়।