ব্রাহ্মণপাড়া সাহেবাবাদ ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি হলেন ব্যারিস্টার আব্দুল আল মামুন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ঐতিহ্যবাহী সাহেবাবাদ ডিগ্রী কলেজের গভর্নিং বডি সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এন্ড এডুকেশন কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের আদেশক্রমে ২২ জুন কমিটির অনুমোদন করেন কলেজ পরিদর্শক মো: আব্দুল হাই সিদ্দিক সরকার। অনুমোদনটি দেয়া হয় আগামী দুই বছরের জন্য। নবনির্বাচিত গভনিং বডির সভাপতি বলেন, আমি কলেজ উন্নয়নের জন্য কাজ করে যাব, যাতে করে কলেজের শিক্ষা মান উন্নয়ন করা যায়।

তিনি বলেন, গরীব ও মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থ অভাবে ঝড়ে না পরে, তাদের পাশে থেকে শিক্ষার জন্য কাজ করে যাব। কলেজ কর্তৃপক্ষ ২১ জুন কলেজে নব নির্বাচিত গভর্নিং বডির সভাপতিকে এক অনুষ্ঠানে মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত