ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

খেলাধুলাই পারে মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এবং যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। এজন্য বেশি বেশি খেলাধুলার আয়োজন প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি পায়।
গতকাল রোববার বিকেলে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ সিদলাই বড় মাঠে আয়োজিত ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে এবি পার্টি ঈগল মার্কার মনোনীত প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ।
তিনি আরও বলেন, খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখে, শরীরকে সুস্থ ও শক্তিশালী করে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। খেলাধুলা মানুষকে সঠিক পথে পরিচালনার পাশাপাশি মানসিকভাবে দৃঢ় করে তোলে।
খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম। আমন্ত্রিত অতিথি ছিলেন এবি পার্টির ব্রাহ্মণপাড়া উপজেলা আহ্বায়ক মো. আবু জাহের। সভাপতিত্ব করেন মোহাম্মদ লিটন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাম্মদ গাজী ফরিদ উদ্দিন, আবু বকর সিদ্দিক, ডা. মো. হারুনুর রশিদ, আবুল কালাম আজাদ মোরশেদ, মোহাম্মদ মফিজুল ইসলাম প্রমুখ।

খেলাধুলাই পারে মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এবং যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। এজন্য বেশি বেশি খেলাধুলার আয়োজন প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি পায়।
গতকাল রোববার বিকেলে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ সিদলাই বড় মাঠে আয়োজিত ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে এবি পার্টি ঈগল মার্কার মনোনীত প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ।
তিনি আরও বলেন, খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখে, শরীরকে সুস্থ ও শক্তিশালী করে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। খেলাধুলা মানুষকে সঠিক পথে পরিচালনার পাশাপাশি মানসিকভাবে দৃঢ় করে তোলে।
খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম। আমন্ত্রিত অতিথি ছিলেন এবি পার্টির ব্রাহ্মণপাড়া উপজেলা আহ্বায়ক মো. আবু জাহের। সভাপতিত্ব করেন মোহাম্মদ লিটন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাম্মদ গাজী ফরিদ উদ্দিন, আবু বকর সিদ্দিক, ডা. মো. হারুনুর রশিদ, আবুল কালাম আজাদ মোরশেদ, মোহাম্মদ মফিজুল ইসলাম প্রমুখ।