ব্রাহ্মণপাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১২: ৫৪
Thumbnail image

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোটবাড়ি বিশ্বরোডের নন্দনপুরে মাসুম মিয়া নামে এক যুবক হত্যা মামলায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণপাড়া সদরের একটি বেকারি থেকে নাজমুল হাসান শরীফকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৯ আগস্ট হত্যা মামলাটি দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, গ্রেপ্তার নাজমুল হাসান শরীফ ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ব্রাহ্মণপাড়া সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তাকে আজ কুমিল্লা আদালতে তোলা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত