মালাপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

ব্রাহ্মণপাড়া উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ইউপি সদস্যরা কুমিল্লা জেলা প্রশাসক ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থা প্রস্তাব এনে স্মারকলিপি প্রদান করেছেন। গত ১২ ও ১৩ অক্টোবর ১০ জন ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ২২টি অভিযোগ এনে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি করেন ইউপি সদস্যরা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ নং মালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। এই ইউনিয়নের সেবামূলক প্রতিটি খাত বর্তমানে চেয়ারম্যানের একক সিদ্ধান্তে বাস্তবায়িত হচ্ছে এবং দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। যার কারণে এই ইউনিয়নের হাজার হাজার সেবাগ্রহিতা হয়রানি শিকার হচ্ছেন এবং সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

যার কারণে ইউপি সদস্যদের সাথে জনগণের দূরত্ব বাড়ছে। দীর্ঘদিন যাবত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলেও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন কোন সাড়া দেননি।

তার বিরুদ্ধে উল্লেখযোগ্য লিখিত অভিযোগগুলো হচ্ছে, ২০২১ থেকে ২০২৫ (বর্তমান) পর্যন্ত স্বজনদের দিয়ে ট্যাক্স আদায় ও আত্মসাত, গালমন্দ করা, কাবিখা, কাবিটা, টিআর, এলজিএসপির কাজ কোনো সভা না ডেকে নিজের পছন্দমতো বাস্তবায়ন, ২৪ মাস ধরে ইউপি সদস্যদের সম্মানী ভাতা না দেওয়াসহ তাদের সঙ্গে খারাপ ব্যবহার, ঠিকমতো অফিস না করায় নাগরিকদের সেবা পেতে ভোগান্তি, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স ইত্যাদি ইউপি সদস্যদের অজ্ঞাতসারে একক সিদ্ধান্তে আদায়, মহিলাদের গর্ভকালীন ভাতা পরিষদে কোনো সিদ্ধান্ত ছাড়াই অর্থের বিনিময়ে নিজের পছন্দমতো লোকদের প্রদান, ২০২১-২২ থেকে ২০২৪-২৫ অর্থ বছরের ১% টাকা আত্মসাৎ, বিভিন্ন প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ টাকার বিনিময়ে বয়স সংশোধনের নামে বাল্য বিবাহ সম্পন্ন করা,মাদক সেবন, ইউপি সদস্যদের সাথে অসদাচরণ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন,আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এসব আওয়ামী পন্থী মেম্বারদের কাজ। এর আগেও তারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল। আমি দুর্নীতিবাজ না, তাই আমার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, আমি সরকারি কাজে চট্টগ্রাম আছি। তবে আমি শুনেছি মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ইউপির ১০ ইউপি সদস্যরা আমার কাছে ও জেলা প্রশাসক স্যারের কাছে লিখিত অভিযোগ করেছে। চেয়ারম্যানের বিরুদ্ধে করা অভিযোগ খতিয়ে দেখে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত