ব্রাহ্মণপাড়ায় দেড় কোটি টাকার অবৈধ মাদক ও মোবাইলসহ পাঁচ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

আজ সোমবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় সুলতানপুর ৬০বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ভারতীয় অবৈধ মাদক ও মোবাইল ফোনসহ ৫ জন চোরাকারবারিকে আটক করে।

বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি সূত্রে জানায়, সোমবার সুলতানপুর ৬০ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় উপজেলার সীমান্ত এলাকার নয়নপুর বাজার নামক স্থান হতে সালদানদী বিওপির টহল দল ২ জুুন সোমবার সকাল ৬ টায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মাদক চোরাচালানের সময় ৪২ লক্ষ ১৭ হাজার টাকা মূল্যের বাংলাদেশী হায়েস গাড়িসহ ৬২ কেজি ভারতীয় গাঁজা এবং ৫ জন আসামী আটক করে।

আটককৃত আসামী হলেন কুমিল্লা মুরাদনগর উপজেলার বাখরাবাদ বলগদী গ্রামের রেজাউল করিম এর ছেলে মো: জাকির হোসেন (২৭), কফিলউদ্দিন এর ছেলে মো: ইব্রাহিম (২৫), মৃত নুরুল ইসলাম এর ছেলে মো: সোহেল (২৭) ওমৃত মহসীন সওদাগরের ছেলে মোঃ শাখাওয়াত (৪৮) এবং ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা বেলাগাঁও গ্রামের দুলাল ভান্ডারীর ছেলে মো: মফিজ (২৭)। আটককৃত আসামীদেরকে ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও একই দিনে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা ভবেরমোড়া ও ফুলকুমারী বাজার নামক স্থান হতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮৮ লক্ষ টাকা মূল্যের ১৩১টি বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ও ৮৯,৬০০ পিস বাঁজি জব্দ করে। জব্দকৃত মালামাল কুমিল্লা কাস্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত