নিজস্ব প্রতিবেদক
মালামাল বহন করা ট্রাক বিকল হয়ে কুমিল্লা- সিলেট মহাসড়কে অন্তত পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই মহাসড়ক সংস্কার ও মেরামত না হওয়ায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে করে গর্তের মধ্য দিয়ে ধীরগতিতে যানবাহন চলে। এর মধ্যেই সকালে কংশনগর এলাকায় একটি সিলেটগামী মাল বোঝাই ট্রাকের পেছনের চাকা পাংচার হয়ে সেটি মহাসড়কে বিকল হয়ে যায়। এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। চালক, হেলপার ও স্থানীয় কয়েকজন মিলে ট্রাকের পেছনের চাকা পরিবর্তনের কাজ শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে মেরামতের কাজ শেষ হলেও দুপুর পর্যন্ত ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। পরে যান চলাচল স্বাভাবিক হলেও তা ছিল ধীর গতির।
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনালের যাত্রী নজির আহমেদ বলেন, ভোগান্তিতে আছি যানজটের কারণে।
এর আগে গত মঙ্গলবার দেবীদ্বার এলাকায় একটি লরি বিকল হয়ে একই দুর্ভোগ হয়েছিল। মহাসড়কটি আর কতটা খারাপ হলে মেরামত হবে আমাদের জানা নেই।’
ফারজানা ট্রান্সপোর্টের বাসচালক বিল্লাল হোসেন বলেন, ‘এই মহাসড়ক এখন মানুষের কাছে ভোগান্তির নাম। এমনিতেই ভাঙা ও গর্তে ভরা সড়কটিতে প্রতিদিনই যানজট লেগে থাকে। এর মধ্যে যদি কোনো গাড়ি বিকল হয়, তাহলে ভোগান্তির শেষ থাকে না। আজও সকাল থেকে সৃষ্টি হওয়া যানজটের ভোগান্তি বেলা ২টা পর্যন্ত পোহাতে হয়েছে।’
ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, কংশনগর এলাকায় একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ দ্রুত সেটি মেরামতের ব্যবস্থা করে। এখন যান চলাচল স্বাভাবিক। সবচেয়ে বড় সমস্যা হলো মহাসড়কের অবস্থা দীর্ঘদিন ধরে খুব খারাপ। বড় বড় গর্তের কারণে এমনিতেই যান চলাচল ধীর গতিতে হয়। সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে আরও সমস্যা হয়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।
মালামাল বহন করা ট্রাক বিকল হয়ে কুমিল্লা- সিলেট মহাসড়কে অন্তত পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই মহাসড়ক সংস্কার ও মেরামত না হওয়ায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে করে গর্তের মধ্য দিয়ে ধীরগতিতে যানবাহন চলে। এর মধ্যেই সকালে কংশনগর এলাকায় একটি সিলেটগামী মাল বোঝাই ট্রাকের পেছনের চাকা পাংচার হয়ে সেটি মহাসড়কে বিকল হয়ে যায়। এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। চালক, হেলপার ও স্থানীয় কয়েকজন মিলে ট্রাকের পেছনের চাকা পরিবর্তনের কাজ শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে মেরামতের কাজ শেষ হলেও দুপুর পর্যন্ত ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। পরে যান চলাচল স্বাভাবিক হলেও তা ছিল ধীর গতির।
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনালের যাত্রী নজির আহমেদ বলেন, ভোগান্তিতে আছি যানজটের কারণে।
এর আগে গত মঙ্গলবার দেবীদ্বার এলাকায় একটি লরি বিকল হয়ে একই দুর্ভোগ হয়েছিল। মহাসড়কটি আর কতটা খারাপ হলে মেরামত হবে আমাদের জানা নেই।’
ফারজানা ট্রান্সপোর্টের বাসচালক বিল্লাল হোসেন বলেন, ‘এই মহাসড়ক এখন মানুষের কাছে ভোগান্তির নাম। এমনিতেই ভাঙা ও গর্তে ভরা সড়কটিতে প্রতিদিনই যানজট লেগে থাকে। এর মধ্যে যদি কোনো গাড়ি বিকল হয়, তাহলে ভোগান্তির শেষ থাকে না। আজও সকাল থেকে সৃষ্টি হওয়া যানজটের ভোগান্তি বেলা ২টা পর্যন্ত পোহাতে হয়েছে।’
ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, কংশনগর এলাকায় একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ দ্রুত সেটি মেরামতের ব্যবস্থা করে। এখন যান চলাচল স্বাভাবিক। সবচেয়ে বড় সমস্যা হলো মহাসড়কের অবস্থা দীর্ঘদিন ধরে খুব খারাপ। বড় বড় গর্তের কারণে এমনিতেই যান চলাচল ধীর গতিতে হয়। সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে আরও সমস্যা হয়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।