বুড়িচংয়ে রেল লাইনের পাশ থেকে উদ্ধার

মস্তক বিহীন লাশের পোশাক দেখে ৩ দিন পর পরিচয় সনাক্ত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

ঢাকা - চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর রেললাইনের পাশে এক অজ্ঞাত ব্যক্তির মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধারের ৩ দিন পর গায়ের পোশাক দেখে শনাক্ত করলেন নিহতের পরিবার। । নিহত ব্যক্তির নাম মো. ফয়েজ আহাম্মদ(৩৮)। তিনি একই উপজেলার রাজাপুর গ্রামের মধ্যপাড়ার মুনাফ সর্দারের বাড়ির আব্দুল মুনাফের ছেলে।

গতকাল বুধবার রাত ৮টায় এ বিষয়টি নিশ্চিত বুড়িচং থানার এস আই (তদন্ত কর্মকর্তা) রাকিব হাসান।

পুলিশ জানায়,গত সোমবার ৯ জুন দুপুর ১টার দিকে বাকশীমূল-মাশরা রেললাইন এলাকা একটি মস্তকবিহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করার তিন দিন পর ফেসবুকে দেখে বুধবার বিকেলে থানায় আসে নিহতের স্ত্রী রোকসানা জান্নাত ও পরিবার। তারা লাশের দেহের পোশাক দেখেই পরিচয় শনাক্ত করেছেন।

স্থানীয় একাধিক সূত্র দাবী করছে ফয়েজ আহমেদ কে পরিকল্পিত ভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে চলে যায়। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান,রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধার পর পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য পুলিশের তদন্ত চলমান রয়েছে এবং ময়নাতদন্তের রির্পোটের আসার পর বিস্তারিত জানানো হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত