চান্দিনা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল দেশিয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শুহিলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বশিকপুর গ্রামের বাসিন্দা মো. শফিক মিয়া ও মাওলানা নাছিরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রথমে ডাকাত দল বশিকপুর গ্রামের শফিক মিয়ার বাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বৃদ্ধ শফিক মিয়া ও তাঁর স্ত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাতরা প্রথমে তাদের মারধর করে পরে হাত-পা বেধে ফেলে। এরপর ঘরের বিভিন্ন আসবাবপত্র ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ আনুমানিক ৭০ হাজার টাকার মালামাল লুট করে নেয়। এরপর একই গ্রামের নাছির মাওলানার বাড়িতে দ্বিতীয় দফায় ডাকাতি করে দলটি। সেখানে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে রেখে ঘরের সব আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ডাকাতরা প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং দুটি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ডাকাত দলের সব সদস্য মুখোশ পরিহিত থাকায় কাউকেই চিনতে পারেন নি। তারা সবাই দেশিয় অস্ত্র দেখিয়ে সংঘবদ্ধভাবে পুরো ডাকাতির ঘটনা ঘটায়।
বশিকপুর গ্রামের ৬নং ওয়ার্ড সদস্য রফিক মিয়া বলেন, মঙ্গলবার গভীর রাতে বশিকপুর গ্রামে পরপর দুইটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমি ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তারা আমাকে বিস্তারিত জানায়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, এখনো কেউ থানায় জানায়নি। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চান্দিনায় এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল দেশিয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শুহিলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বশিকপুর গ্রামের বাসিন্দা মো. শফিক মিয়া ও মাওলানা নাছিরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রথমে ডাকাত দল বশিকপুর গ্রামের শফিক মিয়ার বাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বৃদ্ধ শফিক মিয়া ও তাঁর স্ত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাতরা প্রথমে তাদের মারধর করে পরে হাত-পা বেধে ফেলে। এরপর ঘরের বিভিন্ন আসবাবপত্র ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ আনুমানিক ৭০ হাজার টাকার মালামাল লুট করে নেয়। এরপর একই গ্রামের নাছির মাওলানার বাড়িতে দ্বিতীয় দফায় ডাকাতি করে দলটি। সেখানে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে রেখে ঘরের সব আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ডাকাতরা প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং দুটি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ডাকাত দলের সব সদস্য মুখোশ পরিহিত থাকায় কাউকেই চিনতে পারেন নি। তারা সবাই দেশিয় অস্ত্র দেখিয়ে সংঘবদ্ধভাবে পুরো ডাকাতির ঘটনা ঘটায়।
বশিকপুর গ্রামের ৬নং ওয়ার্ড সদস্য রফিক মিয়া বলেন, মঙ্গলবার গভীর রাতে বশিকপুর গ্রামে পরপর দুইটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমি ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তারা আমাকে বিস্তারিত জানায়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, এখনো কেউ থানায় জানায়নি। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।