চান্দিনা প্রতিনিধি

বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোর স্বীকৃতিস্বরূপ সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) সম্মাননা পেলেন চান্দিনার কৃতি সন্তান মালয়েশিয়ান প্রবাসী ব্যবসায়ী ইকবাল হোসেন ইসহাক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত রেমিট্যান্স প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সিআইপি (এনআরবি)-২০২৬ পুরস্কারে ভূষিত হন তিনি।
গত বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিআইপি নির্বাচিত হওয়ার পর মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ইকবাল হোসাইন ইসহাক কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কেশেরা গ্রামের মো. আনোয়ারের ছেলে। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে তিনি মালয়েশিয়ায় সফল শিল্পপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে তাঁর মালিকানাধীন ছয়টি কোম্পানিতে প্রায় ৪,৫০০ শ্রমিক কর্মরত আছেন, যার একটি বড় অংশ বাংলাদেশি।
ব্যবসায়িক সফলতার পাশাপাশি ইকবাল হোসাইন চান্দিনায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করে সমাজসেবক হিসেবেও পরিচিত। গত বছর কুমিল্লা জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাঁকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
মো. ইকবাল হোসাইন বলেন, আমি আমার সীমিত পরিসরে চেষ্টা করি দেশের পণ্য বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করতে। এই স্বীকৃতি আমার জন্য আনন্দের এবং এটি কোটি প্রবাসী বাংলাদেশিকে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় মোট ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে ‘এনআরবি সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি)’ হিসেবে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে প্রবাসীদের হাতে ক্রেস্ট তুলে দেন ড. মুহাম্মদ ইউনূস ও ড. আসিফ নজরুল।

বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোর স্বীকৃতিস্বরূপ সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) সম্মাননা পেলেন চান্দিনার কৃতি সন্তান মালয়েশিয়ান প্রবাসী ব্যবসায়ী ইকবাল হোসেন ইসহাক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত রেমিট্যান্স প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সিআইপি (এনআরবি)-২০২৬ পুরস্কারে ভূষিত হন তিনি।
গত বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিআইপি নির্বাচিত হওয়ার পর মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ইকবাল হোসাইন ইসহাক কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কেশেরা গ্রামের মো. আনোয়ারের ছেলে। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে তিনি মালয়েশিয়ায় সফল শিল্পপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে তাঁর মালিকানাধীন ছয়টি কোম্পানিতে প্রায় ৪,৫০০ শ্রমিক কর্মরত আছেন, যার একটি বড় অংশ বাংলাদেশি।
ব্যবসায়িক সফলতার পাশাপাশি ইকবাল হোসাইন চান্দিনায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করে সমাজসেবক হিসেবেও পরিচিত। গত বছর কুমিল্লা জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাঁকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
মো. ইকবাল হোসাইন বলেন, আমি আমার সীমিত পরিসরে চেষ্টা করি দেশের পণ্য বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করতে। এই স্বীকৃতি আমার জন্য আনন্দের এবং এটি কোটি প্রবাসী বাংলাদেশিকে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় মোট ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে ‘এনআরবি সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি)’ হিসেবে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে প্রবাসীদের হাতে ক্রেস্ট তুলে দেন ড. মুহাম্মদ ইউনূস ও ড. আসিফ নজরুল।