কুমিল্লা- ৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ছেন সংগীত শিল্পী আসিফ আকবর

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা- ৬ ( আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ছেন সংগীত শিল্পী আসিফ আকবর। আজ শুক্রবার সকালে কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের নোয়াগ্রাম এলাকায় মনির চৌধুরীর বাড়িতে গিয়ে দেখা করেন। এ সময় আসিফ আকবর মনিরুল হক চৌধুরীকে অভিনন্দন জানান। নির্বাচনে সহযোগিতার কথা বলেন।

আসিফ আকবর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য। তিনি বিসিবির পরিচালক। ২০০৬ সালের পর এই আসনে আসিফ আকবর বিএনপি থেকে নির্বাচন করার কথা ছিল।

আসিফ আকবর বলেন, মনিরুল হক চৌধুরী বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। দল যোগ্য রাজনীতিবিদকে দলীয় মনোনয়ন দিয়েছে। রাজনীতি রাজনীতিবিদের কাছে থাকলে দল ভালো করবে। মনিরুল হক চৌধুরীকে ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপিকে জয়ী করতে হবে।

মনিরুল হক চৌধুরী বলেন, আসিফ আকবর জাতীয়তাবাদী শক্তির লোক। সবাইকে নিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত