কুমিল্লা সিটি করপোরেশন
নিজস্ব প্রতিবেদক

নগরবাসীকে বিনোদন দিতে ২৫০ কোটি টাকা ব্যয়ে পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। গোমতী নদীর পাড়ে অথবা কোন উপযুক্ত স্থানে ওই পার্ক হবে। এজন্য ভূমি অধিগ্রহণ অথবা খাস জমি খোঁজা হচ্ছে। তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হবে। নগর ভবন সূত্রে এই তথ্য জানা গেছে।
শুধু পার্ক নয়, কুমিল্লা নগরের যানজট নিরসন ও মাতৃসদন হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণের জন্যও সিটি করপোরেশন উদ্যোগ নিয়েছে। এখন প্রকল্প পাস ও বরাদ্দ পেলে কাজ শুরু হবে।
নগর ভবন সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনের অধীনে নগর উদ্যান নামে একটি পার্ক আছে ধর্মসাগরের উত্তর পাড়ে। ওই পার্কে এখন বিভিন্ন ধরনের রাইড আছে। এতে করে এক সময়ের সবুজে ঘেরা পার্কে ইট , কংক্রিট ও লোহার ছড়াছড়ি। রাইডগুলো একটির সঙ্গে আরেকটি গা ঘেঁষে । এতে করে সব বয়সী মানুষ ওই পার্কে বিনোদনের অপার সুযোগ পাচ্ছেন না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সিটি করপোরেশন পার্ক করতে চায়। গোমতী নদীর পাড়ে জায়গা পেলে ভালো মানের বিনোদন পার্ক করা যাবে। অন্য কোথাও জায়গা পেলে আরেক ধরনের বিনোদন পার্ক হবে। এজন্য সিটি করপোরেশন জায়গা খুঁজছে।
নগর ভবনের কর্মকর্তা ও কর্মচারীরা বলছেন, গত ৩১ আগস্ট কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক পদে যুগ্ম সচিব মো. শাহ আলম যোগদান করেন। এরপর নগর ভবনের চেহারা বদলে গেছে। প্রশাসক সকাল নয়টার আগে নগর ভবনে প্রবেশ করেন। এখন কর্মকর্তা ও কর্মচারীরা সবাই সময়মতো অফিসে আসেন( আগে কিছু কর্মকর্তা ও কর্মচারী সময়মতো আসতো না)। ওই কারণে সব কাজে গতি আসছে। প্রশাসক নতুন কিছু করতে চান। এরই ধারাবাহিকতায় কুমিল্লা সিটি করপোরেশন পার্ক করতে চায়।
জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহ আলম বলেন, আমরা কুমিল্লা নগরকে ঢেলে সাজাতে চাই। সত্যিকারের কিছু করতে চাই। এ নগরের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সব বয়সের মানুষের কথা চিন্তা করে পার্ক করতে চাই।

নগরবাসীকে বিনোদন দিতে ২৫০ কোটি টাকা ব্যয়ে পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। গোমতী নদীর পাড়ে অথবা কোন উপযুক্ত স্থানে ওই পার্ক হবে। এজন্য ভূমি অধিগ্রহণ অথবা খাস জমি খোঁজা হচ্ছে। তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হবে। নগর ভবন সূত্রে এই তথ্য জানা গেছে।
শুধু পার্ক নয়, কুমিল্লা নগরের যানজট নিরসন ও মাতৃসদন হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণের জন্যও সিটি করপোরেশন উদ্যোগ নিয়েছে। এখন প্রকল্প পাস ও বরাদ্দ পেলে কাজ শুরু হবে।
নগর ভবন সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনের অধীনে নগর উদ্যান নামে একটি পার্ক আছে ধর্মসাগরের উত্তর পাড়ে। ওই পার্কে এখন বিভিন্ন ধরনের রাইড আছে। এতে করে এক সময়ের সবুজে ঘেরা পার্কে ইট , কংক্রিট ও লোহার ছড়াছড়ি। রাইডগুলো একটির সঙ্গে আরেকটি গা ঘেঁষে । এতে করে সব বয়সী মানুষ ওই পার্কে বিনোদনের অপার সুযোগ পাচ্ছেন না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সিটি করপোরেশন পার্ক করতে চায়। গোমতী নদীর পাড়ে জায়গা পেলে ভালো মানের বিনোদন পার্ক করা যাবে। অন্য কোথাও জায়গা পেলে আরেক ধরনের বিনোদন পার্ক হবে। এজন্য সিটি করপোরেশন জায়গা খুঁজছে।
নগর ভবনের কর্মকর্তা ও কর্মচারীরা বলছেন, গত ৩১ আগস্ট কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক পদে যুগ্ম সচিব মো. শাহ আলম যোগদান করেন। এরপর নগর ভবনের চেহারা বদলে গেছে। প্রশাসক সকাল নয়টার আগে নগর ভবনে প্রবেশ করেন। এখন কর্মকর্তা ও কর্মচারীরা সবাই সময়মতো অফিসে আসেন( আগে কিছু কর্মকর্তা ও কর্মচারী সময়মতো আসতো না)। ওই কারণে সব কাজে গতি আসছে। প্রশাসক নতুন কিছু করতে চান। এরই ধারাবাহিকতায় কুমিল্লা সিটি করপোরেশন পার্ক করতে চায়।
জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহ আলম বলেন, আমরা কুমিল্লা নগরকে ঢেলে সাজাতে চাই। সত্যিকারের কিছু করতে চাই। এ নগরের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সব বয়সের মানুষের কথা চিন্তা করে পার্ক করতে চাই।