জামায়াত ও এবি পার্টির প্রার্থীদের নিয়ে কুমিল্লা মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক

মহানগর জামায়াতের আমির ও সেক্রেটারি, ছাত্রশিবিরের সাবেক নেতা ও কুমিল্লা জেলা এবি পার্টির আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে গতকাল সোমবার বিকেলে কুমিল্লা মুক্ত দিবস পালিত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে দিবসটি পালন করা হয়। কুমিল্লা টাউন হল মাঠে ওই অনুষ্ঠান হয়।
এতে জাতীয় পতাকা হাতে নিয়ে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনে জামায়াতের প্রার্থী মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারী মো. মাহবুবুর রহমান, ছাত্রশিবিরের সাবেক নেতা ও এবি পার্টির কুমিল্লা জেলার আহবায়ক কুমিল্লা-৬ আসনে এবি পার্টির প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক। তাঁরা শোভাযাত্রায়ও অংশ নেন।
আয়োজকেরা জানিয়েছেন, গত দেড় দশক ধরে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা হয়ে আসছে। গতকাল বিকেল তিনটায় কুমিল্লা টাউন হল মাঠে মুক্ত দিবসের শোভাযাত্রা ও বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। এ সময় জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরে আলম ভূঁইয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম খান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক মাহাবুব চৌধুরী, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর, এবি পার্টির সদস্য সচিব গোলাম সামদানী প্রমুখ।
জেলা প্রশাসক প্রশাসক মু. রেজা হাসান বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে কুমিল্লার অবদান অবিস্মরণীয় এবং সবচেয়ে বেশি। কুমিল্লা থেকেই প্রশাসনিক যুদ্ধ শুরু হয়। কুমিল্লার জেলা প্রশাসক মহোদয়কে তুলে নিয়ে নিমর্মভাবে হত্যা করা হয়।
শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়।
এদিকে গতকাল থেকে কুমিল্লা টাউন হল মাঠে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিজয় মেলা। এতে শতাধিক স্টলে বিভিন্ন ধরণের পণ্যেও পসরা সাজানো হয়। ক্রেকারীজ, খেলনা, কাপড় ও খাবারের স্টল আছে বিজয় মেলায়।

মহানগর জামায়াতের আমির ও সেক্রেটারি, ছাত্রশিবিরের সাবেক নেতা ও কুমিল্লা জেলা এবি পার্টির আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে গতকাল সোমবার বিকেলে কুমিল্লা মুক্ত দিবস পালিত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে দিবসটি পালন করা হয়। কুমিল্লা টাউন হল মাঠে ওই অনুষ্ঠান হয়।
এতে জাতীয় পতাকা হাতে নিয়ে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনে জামায়াতের প্রার্থী মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারী মো. মাহবুবুর রহমান, ছাত্রশিবিরের সাবেক নেতা ও এবি পার্টির কুমিল্লা জেলার আহবায়ক কুমিল্লা-৬ আসনে এবি পার্টির প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক। তাঁরা শোভাযাত্রায়ও অংশ নেন।
আয়োজকেরা জানিয়েছেন, গত দেড় দশক ধরে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা হয়ে আসছে। গতকাল বিকেল তিনটায় কুমিল্লা টাউন হল মাঠে মুক্ত দিবসের শোভাযাত্রা ও বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। এ সময় জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরে আলম ভূঁইয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম খান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক মাহাবুব চৌধুরী, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর, এবি পার্টির সদস্য সচিব গোলাম সামদানী প্রমুখ।
জেলা প্রশাসক প্রশাসক মু. রেজা হাসান বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে কুমিল্লার অবদান অবিস্মরণীয় এবং সবচেয়ে বেশি। কুমিল্লা থেকেই প্রশাসনিক যুদ্ধ শুরু হয়। কুমিল্লার জেলা প্রশাসক মহোদয়কে তুলে নিয়ে নিমর্মভাবে হত্যা করা হয়।
শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়।
এদিকে গতকাল থেকে কুমিল্লা টাউন হল মাঠে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিজয় মেলা। এতে শতাধিক স্টলে বিভিন্ন ধরণের পণ্যেও পসরা সাজানো হয়। ক্রেকারীজ, খেলনা, কাপড় ও খাবারের স্টল আছে বিজয় মেলায়।