নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। গতকাল বৃহস্পতিবার সকালে মনিরুল হক সাক্কু নগরের রাণীরবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রহমান, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম মাসুক ও বাগিচাগাঁও এলাকার বিএনপি নেতারা।
এ সময় মাইকে বলা হয়, তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন। এমপি প্রার্থী সাক্কু ভাই, সবার কাছে দোয়া চাই। সাক্কু ২০২২ সালের মে মাস থেকে আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কৃত।

জানতে চাইলে মনিরুল হক সাক্কু বলেন,‘ আমি এমপি নির্বাচন করব। দল আমারে বহিষ্কার করলেও আমি বিএনপি করি। আমি আদি বিএনপি। দলের জন্য প্রতিনিয়ত কাজ করছি। দলের কাছে মনোনয়ন চাইব। আশা করি নির্বাচনের আগে বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে। আমার গণসংযোগ ও প্রচারণা অব্যাহত আছে। আমি লিফলেট দিচ্ছি।’
এদিকে আসন পুনর্বিন্যাসের কারণে এই আসনে নির্বাচন করতে চান সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তাঁর পক্ষে দলীয় নেতাকর্মীরা গতকাল বিকেলে নগরের কান্দিরপাড় এলাকায় লিফলেট বিতরণ করেন।
জানতে চাইলে মনিরুল হক চৌধুরী বলেন, আমি কোতোয়ালির সন্তান। কুমিল্লা -৬ আসনে নির্বাচন করব।্
উল্লেখ এ আসনে বিএনপি থেকে নির্বাচন করতে চান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। চার মনোনয়ন প্রত্যাশী নির্বাচনী এলাকায় ইতিমধ্যে পোস্টার ও ফেস্টুন লাগিয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। গতকাল বৃহস্পতিবার সকালে মনিরুল হক সাক্কু নগরের রাণীরবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রহমান, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম মাসুক ও বাগিচাগাঁও এলাকার বিএনপি নেতারা।
এ সময় মাইকে বলা হয়, তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন। এমপি প্রার্থী সাক্কু ভাই, সবার কাছে দোয়া চাই। সাক্কু ২০২২ সালের মে মাস থেকে আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কৃত।

জানতে চাইলে মনিরুল হক সাক্কু বলেন,‘ আমি এমপি নির্বাচন করব। দল আমারে বহিষ্কার করলেও আমি বিএনপি করি। আমি আদি বিএনপি। দলের জন্য প্রতিনিয়ত কাজ করছি। দলের কাছে মনোনয়ন চাইব। আশা করি নির্বাচনের আগে বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে। আমার গণসংযোগ ও প্রচারণা অব্যাহত আছে। আমি লিফলেট দিচ্ছি।’
এদিকে আসন পুনর্বিন্যাসের কারণে এই আসনে নির্বাচন করতে চান সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তাঁর পক্ষে দলীয় নেতাকর্মীরা গতকাল বিকেলে নগরের কান্দিরপাড় এলাকায় লিফলেট বিতরণ করেন।
জানতে চাইলে মনিরুল হক চৌধুরী বলেন, আমি কোতোয়ালির সন্তান। কুমিল্লা -৬ আসনে নির্বাচন করব।্
উল্লেখ এ আসনে বিএনপি থেকে নির্বাচন করতে চান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। চার মনোনয়ন প্রত্যাশী নির্বাচনী এলাকায় ইতিমধ্যে পোস্টার ও ফেস্টুন লাগিয়েছেন।