কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫১ আসন ফাঁকা রেখেই প্রথম বর্ষের ক্লাস শুরু কাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ৫১ আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু হতে যাচ্ছে আগামীকাল (১ জুলাই)। সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, 'এ' ইউনিটের অধীনে গণিত বিভাগে ১২ টি, পদার্থবিজ্ঞান বিভাগে ১ টি, পরিসংখ্যান বিভাগে ৮ টি, রসায়ন বিভাগে ২ টি, ফার্মেসি বিভাগে ১ এবং সিএসই বিভাগে ১ টি সহ মোট ২৫ টি আসন ফাঁকা রয়েছে। 'বি' ইউনিটের অধীনে বাংলা বিভাগে ০২ টি, নৃবিজ্ঞান বিভাগে ০৬ টি এবং প্রত্নতত্ত্ব বিভাগে ০৯টি সহ মোট ১৭ টি আসন ফাঁকা রয়েছে। 'সি' ইউনিটের অধীনে মার্কেটিং বিভাগে ০৭ টি, ব্যবস্থাপনা শিক্ষা ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ০১ টি করে মোট ০৯ টি আসন ফাঁকা রয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আগামীকাল থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছে। নবীনদের মঙ্গল কামনা করছি এবং সুস্বাগত জানাচ্ছি।'

মাইগ্রেশনের বিষয়ে বলেন, 'এটি ভর্তি কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নেবে।'

উল্লেখ্য, গুচ্ছ অধিভুক্ত ভর্তি পরিক্ষা থেকে সরে এসে এবারে স্বতন্ত্র ভর্তি পরিক্ষা নেয় বিশ্ববিদ্যালয়টি। গত ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর ৩ মে সকাল ১০টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) এবং একই দিন বিকাল ৩টায় ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) পরীক্ষা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত