বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার ঘটনায় দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ সোমবার বেলা একটা ৪৫ মিনিটের নগরের পূবালী চত্বর এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। পরে মানববন্ধন জেলা পুলিশ সুপার দপ্তরের সামনেও হয়। এ সময় সেখানেও বিক্ষােভ হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যাকাণ্ড একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যারা এই নৃশংস হত্যাকান্ডে জড়িত অতি দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে কুমিল্লা নগরের কালিয়াজুরীতে নিজ বাসা থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার ঘটনায় দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ সোমবার বেলা একটা ৪৫ মিনিটের নগরের পূবালী চত্বর এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। পরে মানববন্ধন জেলা পুলিশ সুপার দপ্তরের সামনেও হয়। এ সময় সেখানেও বিক্ষােভ হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যাকাণ্ড একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যারা এই নৃশংস হত্যাকান্ডে জড়িত অতি দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে কুমিল্লা নগরের কালিয়াজুরীতে নিজ বাসা থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।