কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইএলডিসির উদ্যোগে 'জিএম রিসেপশন ৪.০' অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এন্টারপ্রেনারশীপ এন্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) কর্তৃক 'GM Reception 4.0' অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে সকাল ৯ টায় থেকে বিকাল ৫ টায় শেষ হয়। দিনব্যাপী এ আয়োজনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে আয়োজক ক্লাবের সভাপতি শাহরিয়ার আলম সাফল্য সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমিন ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মঈনুল হাসান। এছাড়াও ক্লাবের সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

দুই পর্বের অনুষ্ঠানটির প্রথম পর্বে ফাহিমা আক্তার, মিশকাত ও মৌমিতার সঞ্চালনায় জাতীয় সংগীত ও ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক লাবিব রহমান। এ সময় ক্লাবের সার্বিক কার্যক্রম, ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন ক্লাবের সভাপতি শাহরিয়ার আলম সাফল্য।

প্রথম পর্বে আরও ছিল ক্লাব পরিচিতি পর্ব, পাবলিক স্পিকিং সেশন, ফান অ্যাক্টিভিটি এবং ক্লাবের সভাপতি শাহরিয়ার আলম সাফল্য, সাধারণ সম্পাদক কাজী জুহায়ের আনান লাজিম, সহ সভাপতি রিয়াদ হোসাইন ও যুগ্ম সাধারণ সম্পাদক তাসমিমা মাহমুদের বিশেষ সেশন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইসরাত জাহান ইতি ও রিফাতের সঞ্চালনায় কেস কম্পিটিশন, অতিথিদের বক্তব্য ও টপ কন্ট্রিবিউটর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমিন বলেন, 'ইএলডিসি শিক্ষার্থীদের জন্য একটি প্রেরণার উৎস। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।'

মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মঈনুল হাসান বলেন, 'বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জন করতে হবে, আর ক্লাবিং সেই সুযোগ তৈরি করে দেয়।'

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্যাহ বলেন, 'শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক শিক্ষার পাশাপাশি ক্লাবভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের বাস্তব জীবনে নেতৃত্ব এবং কর্মদক্ষতা অর্জনে সহায়তা করে।'

ক্লাবের সভাপতি শাহরিয়ার আলম সাফল্য বলেন, 'একটি ক্লাব শুধু ইভেন্ট আয়োজনের জায়গা নয়, বরং এটি হলো শেখার ও নেতৃত্বের একটি বাস্তব প্ল্যাটফর্ম। সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভেতরে থাকা সম্ভাবনাকে খুঁজে বের করতে এবং বিকশিত করতে পারে।'

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত