কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষার্থীদের তথ্য সংশোধন আজ থেকে শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের তথ্য সংশোধন আজ সোমবার থেকে শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত তথ্য সংশোধন করা যাবে। এর আগে গত ৩১ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।

আবেদনকারী কোন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার কেন্দ্র ও প্রশ্নপত্রের ভার্সন পরিবর্তন করতে চাইলে আগামীকাল সোমবার ও মঙ্গলবারের মধ্যে আবেদনকারীর নিজস্ব প্যানেলে লগইন করে পরিবর্তন করতে পারবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়াও, প্রাথমিক আবেদন সম্পন্ন করে যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ে আবেদন ফি পরিশোধ করতে পারেননি, তারাও একই সময়ে প্যানেলে লগইন করে আবেদন ফি পরিশোধের সুযোগ পাবেন। উল্লিখিত সময়ের মধ্যে কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না। কেবল পূর্বে আবেদনকারীরাই এ সুযোগের আওতায় থাকবেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার আবেদন ২৭ নভেম্বরে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে, এসময়ে তিন ইউনিটে মোট ৯৬ হাজার ৬১২ জন শিক্ষার্থী আবেদন সম্পন্ন করে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আপডেটের জন্য আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টাল নিয়মিত পর্যবেক্ষণের আহবানও জানান কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত