বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হোসেন আবির এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মোজাম্মেল হোসেন আবির বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, নতুন কমিটির সভাপতি ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন আবির এবং সেক্রেটারি লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম। ওই কমিটি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের (বার্ষিক) সেটআপ।
সদ্য মনোনীত সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। বছরের শুরুতেই আমাদের সাংগঠনিক সেটআপ পরিবর্তন হয়ে থাকে। ২০২৬ সালের শুরুতে আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা অনেক বড় আমানত। এই আমানত যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সবার কাছে দোয়া প্রত্যাশী। ইসলামী ছাত্রশিবির সবসময়ই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ছিল, সামনেও এই ধারা বজায় থাকবে ইনশাআল্লাহ।
সদ্য নির্বাচিত সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। প্রতি সেশনে সদস্যরা তাদের ভোটের মাধ্যমে দায়িত্বশীল নির্বাচন করে থাকেন। তারই ধারাবাহিকতায় এই সেশনের সেট আপ সম্পন্ন হয়েছে। দায়িত্বের এই আমানত যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সবার দোয়া প্রত্যাশী। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এই দায়িত্ব নিষ্ঠা ও ধৈর্যের সাথে সুন্দরভাবে পালন করতে পারি। ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, ক্যারিয়ারমুখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সবসময় সক্রিয়ভাবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ। পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে তিনি বলেন, সকলের পরামর্শের ভিত্তিতে শীঘ্রই দেওয়া হবে।
প্রসঙ্গত, ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার এর আগের কমিটির সভাপতি ছিলেন হাফেজ মাজহারুল ইসলাম এবং সেক্রেটারি ছিলেন মোজাম্মেল হোসেন আবির।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হোসেন আবির এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মোজাম্মেল হোসেন আবির বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, নতুন কমিটির সভাপতি ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসেন আবির এবং সেক্রেটারি লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম। ওই কমিটি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের (বার্ষিক) সেটআপ।
সদ্য মনোনীত সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। বছরের শুরুতেই আমাদের সাংগঠনিক সেটআপ পরিবর্তন হয়ে থাকে। ২০২৬ সালের শুরুতে আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা অনেক বড় আমানত। এই আমানত যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সবার কাছে দোয়া প্রত্যাশী। ইসলামী ছাত্রশিবির সবসময়ই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ছিল, সামনেও এই ধারা বজায় থাকবে ইনশাআল্লাহ।
সদ্য নির্বাচিত সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। প্রতি সেশনে সদস্যরা তাদের ভোটের মাধ্যমে দায়িত্বশীল নির্বাচন করে থাকেন। তারই ধারাবাহিকতায় এই সেশনের সেট আপ সম্পন্ন হয়েছে। দায়িত্বের এই আমানত যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সবার দোয়া প্রত্যাশী। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এই দায়িত্ব নিষ্ঠা ও ধৈর্যের সাথে সুন্দরভাবে পালন করতে পারি। ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, ক্যারিয়ারমুখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সবসময় সক্রিয়ভাবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ। পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে তিনি বলেন, সকলের পরামর্শের ভিত্তিতে শীঘ্রই দেওয়া হবে।
প্রসঙ্গত, ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার এর আগের কমিটির সভাপতি ছিলেন হাফেজ মাজহারুল ইসলাম এবং সেক্রেটারি ছিলেন মোজাম্মেল হোসেন আবির।