বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আগামী ২৬ আগস্ট থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট। উদ্বোধনী দিন সকাল ১০ টায় শোভাযাত্রা ও কেক কাটা হবে। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। উদ্বোধনী দিনে বিভিন্ন পর্বে থাকছে টেকটক, বিভিন্ন ধরনের খেলাধূলা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিএসই সোসাইটির উদ্যোগে এই ফেস্ট হবে।
২৭ আগস্ট সকাল সাড়ে নয়টা থেকে বেলা একটা ৩০ মিনিট পর্যন্ত আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় চট্রগ্রাম বিভাগের ৪০ টি দল। বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সমাপনী অনুষ্ঠান হবে। এ পর্বে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। গেস্ট অব অনার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ। বিশেষ অতিথি থাকবেন উপউপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমান । সভাপতিত্ব করবেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মাহমুদুল হাছান।
আয়োজকেরা জানিয়েছেন, উৎসবে সহযোগিতা করছে ব্রেইন স্টেশন ২৩, ব্র্যাকনেট, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,আইটি প্যালেস, টেকসপ। উৎসবের মিডিয়া পার্টনার আমার শহর।
জানতে চাইলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মাহমুদুল হাছান বলেন, উৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। ভালো মানের একটি উৎসব করতে যাচ্ছে সোসাইটি।
আগামী ২৬ আগস্ট থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট। উদ্বোধনী দিন সকাল ১০ টায় শোভাযাত্রা ও কেক কাটা হবে। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। উদ্বোধনী দিনে বিভিন্ন পর্বে থাকছে টেকটক, বিভিন্ন ধরনের খেলাধূলা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিএসই সোসাইটির উদ্যোগে এই ফেস্ট হবে।
২৭ আগস্ট সকাল সাড়ে নয়টা থেকে বেলা একটা ৩০ মিনিট পর্যন্ত আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় চট্রগ্রাম বিভাগের ৪০ টি দল। বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সমাপনী অনুষ্ঠান হবে। এ পর্বে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। গেস্ট অব অনার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ। বিশেষ অতিথি থাকবেন উপউপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমান । সভাপতিত্ব করবেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মাহমুদুল হাছান।
আয়োজকেরা জানিয়েছেন, উৎসবে সহযোগিতা করছে ব্রেইন স্টেশন ২৩, ব্র্যাকনেট, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,আইটি প্যালেস, টেকসপ। উৎসবের মিডিয়া পার্টনার আমার শহর।
জানতে চাইলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মাহমুদুল হাছান বলেন, উৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। ভালো মানের একটি উৎসব করতে যাচ্ছে সোসাইটি।