নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি
কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ চুন কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের গৌরীপুর কার্যালয়। এ সময় দাউদকান্দি মডেল থানা পুলিশ কারখানায় কর্মরত আট শ্রমিককে আটক করেছে।
আজ সোমবার সকালে আটক শ্রমিকদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। অবৈধ চুন কারখানার মালিকসহ আট শ্রমিকের বিরুদ্ধে গতকাল রোববার দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।আটকরা হলেন- নেত্রকোনা জেলার আবুল কালাম (৩৫), দুলাল মিয়া (৩২)। আবু কালাম (৩৯), মো. সুহাগ মিয়া (৩০), মো. সুজন মিয়া (৪১), মো. চান মিয়া (৩৮), আ. লতিফ (৪০) ও সুনামগঞ্জ জেলার মাইদুল ইসলাম (৪৩)। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের গৌরীপুর কার্যালয়ের ব্যবস্থাপক আম্লান কুমার দত্ত জানান, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর কার্যালয়ের একটি দল আমিরাবাদ বাস স্ট্যান্ড থেকে আনুমানিক ১০০ গজ পশ্চিম দিকে রাজিবের গ্যারেজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে দেখা যায়, সেখানে স্থাপিত বিজিডিসিএল এর চার ইঞ্চি পাইপ লাইন থেকে অবৈধভাবে দুটি সার্ভিস স্থাপন করা হয়েছে।প্রধান লাইন থেকে প্রায় ৮০ ফুট দূরে একটি চুন কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুন উৎপাদনের কাজে ব্যবহার করছেন। অবৈধ চুন কারখানায় অভিযান পরিচালনাকালে মোট ১৩টি ফোকাস বার্নার পাওয়া যায়। এ গ্যাস বার্নার দিয়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার টাকার গ্যাস জ্বালাতেন। অভিযান পরিচালনাকারী টিম উক্ত অবৈধ চুন কারখানায় কর্মরত আট কর্মীকে আটক করা হয়।
পরে বাখরাবাদ গ্যাসের এক প্রকৌশলী বাদী হয়ে চুন কারখানার মালিক কামাল উদ্দিন, সালাউদ্দিন, বোরহান উদ্দিন এবং নাসির উদ্দিনসহ ১৩ জনের নামে মামলা দায়ের করেন।দাউদকান্দি মডেল থানা ওসি জুনায়েত চৌধুরী বলেন, ‘অবৈধভাবে চুন কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে আট জন শ্রমিককে আটক করা হয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের গৌরীপুর কার্যালয়ের এক প্রকৌশলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।মামলা শেষে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ চুন কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের গৌরীপুর কার্যালয়। এ সময় দাউদকান্দি মডেল থানা পুলিশ কারখানায় কর্মরত আট শ্রমিককে আটক করেছে।
আজ সোমবার সকালে আটক শ্রমিকদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। অবৈধ চুন কারখানার মালিকসহ আট শ্রমিকের বিরুদ্ধে গতকাল রোববার দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।আটকরা হলেন- নেত্রকোনা জেলার আবুল কালাম (৩৫), দুলাল মিয়া (৩২)। আবু কালাম (৩৯), মো. সুহাগ মিয়া (৩০), মো. সুজন মিয়া (৪১), মো. চান মিয়া (৩৮), আ. লতিফ (৪০) ও সুনামগঞ্জ জেলার মাইদুল ইসলাম (৪৩)। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের গৌরীপুর কার্যালয়ের ব্যবস্থাপক আম্লান কুমার দত্ত জানান, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর কার্যালয়ের একটি দল আমিরাবাদ বাস স্ট্যান্ড থেকে আনুমানিক ১০০ গজ পশ্চিম দিকে রাজিবের গ্যারেজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে দেখা যায়, সেখানে স্থাপিত বিজিডিসিএল এর চার ইঞ্চি পাইপ লাইন থেকে অবৈধভাবে দুটি সার্ভিস স্থাপন করা হয়েছে।প্রধান লাইন থেকে প্রায় ৮০ ফুট দূরে একটি চুন কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুন উৎপাদনের কাজে ব্যবহার করছেন। অবৈধ চুন কারখানায় অভিযান পরিচালনাকালে মোট ১৩টি ফোকাস বার্নার পাওয়া যায়। এ গ্যাস বার্নার দিয়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার টাকার গ্যাস জ্বালাতেন। অভিযান পরিচালনাকারী টিম উক্ত অবৈধ চুন কারখানায় কর্মরত আট কর্মীকে আটক করা হয়।
পরে বাখরাবাদ গ্যাসের এক প্রকৌশলী বাদী হয়ে চুন কারখানার মালিক কামাল উদ্দিন, সালাউদ্দিন, বোরহান উদ্দিন এবং নাসির উদ্দিনসহ ১৩ জনের নামে মামলা দায়ের করেন।দাউদকান্দি মডেল থানা ওসি জুনায়েত চৌধুরী বলেন, ‘অবৈধভাবে চুন কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে আট জন শ্রমিককে আটক করা হয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের গৌরীপুর কার্যালয়ের এক প্রকৌশলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।মামলা শেষে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।