ঝড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেলে পড়ল বৈদ্যুতিক খুঁটি

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লায় ঝড়ে তিনটি বৈদ্যুতিক খুঁটি মহাসড়কে হেলে পড়েছে। গতকাল শুক্রবার ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে হাইওয়ে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান জানান, শুক্রবার ভোরের দিকে দাউদকান্দি উপজেলার মালিখিল ও ধীতপুরের মাঝামাঝি এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে তিনটি বৈদ্যুতিক খুঁটি হেলে রাস্তার দিকে এসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি বিদ্যুৎ অফিসকে জানানো হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল অব্যাহত আছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান জানান, সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্রুত মেরামত কাজ করার জন্য বিদ্যুৎ অফিসকে জানানো হয়েছে।

দাউদকান্দি পল্লী বিদ্যুতের ডিজিএম মোখলেছুর রহমান বলেন, আমরা খবর পেয়েছি। লাইনটি পল্লি বিদ্যুৎ সমিতি-৩-এর অধীনে। কিন্তু খুঁটিগুলো সোজা করতে আমরাও কাজ করছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত