দাউদকান্দিতে ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৭: ৪৬
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দি‌তে দিন দিন ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় উপজেলায় নতুন করে আরও ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

আজ সোমবার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান জানান, গত ৩ জুলাই দাউদকান্দি পৌর সভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ সতানন্দি গ্রামের হুমায়ন কবির ছলুর স্ত্রী রুমা আক্তার (৪৬) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায়।

তিনি ঢাকা বনশ্রী ফরাজি হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন। গত ৩০ জুন দাউদকান্দি এ্যাপলো হাসপাতালে ভর্তি হলে ২ জুলাই ঢাকা রেফার করা হয় এবং ৩ জুলাই তিনি মারা যায়। এনিয়ে দাউদকান্দিতে মোট মৃত্যুের সংখ্যা ছাড়ালো মোট ৭ জন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত