দাউদকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত রিফাত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৫: ৪৮
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত সুকীপুর গ্রামের রিফাত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রাশেদ মিয়া ওরফে রাকেশকে(৩৬) গ্রেপ্তার করেছে দাউকান্দি মডেল থানা পুলিশ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় পৌরসদরের শাহাপাড়া সড়কের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাশেদ মিয়া দাউদকান্দি পৌর সদরের সবজিকান্দি গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে।

দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জুনায়েত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি আরও বলেন, রিফাত হত্যা মামলার আসামি রাশেদ মিয়ার বিরুদ্ধে খুন,নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, মাদকসহ ১০টি মামলা রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত