কুমিল্লায় ১৬ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি
Thumbnail image

কুমিল্লায় ১৬ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব । অভিনব কায়দায় বেতের তৈরি মোড়ার নিচে বেঁধে নিয়ে ১৬ হাজার পিস ইয়াবা নেয়ার পথে র‍্যাবের অভিযানে মাদক কারবারিসহ আটক হয়েছে।

আজ রবিবার (২০ এপ্রিল) মধ্যরাতে কুমিল্লা দাউদকান্দি এলাকায় থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে র‍্যাব। এই সময় তাদের কাছ থেকে নগদ ৫ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

আজ রবিবার (২০ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান

আটককৃত মো সোহাগ মোল্লা চাঁদপুর জেলার মতলব উওর থানার নয়াকান্দি গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, দাউদকান্দি এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদক রাখা হয়েছে। সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ দল দাউদকান্দি উপজেলার ওই বাড়িতে অভিযানে নামে র‍্যাব। তথ্যানুযায়ী বাড়ির কক্ষগুলো তল্লাশী করে বেতের তৈরি মোড়ার নিচে বেঁধে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে মাদক কারবারি সোহাগ মোল্লাকে গ্রেফতার করে। এই সময় মাদক কেনাবেচার আরো নগদ ৫ লাখ ৯৮ হাজার তিনশত টাকা উদ্ধার করে র‍্যাব।

কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারি সোহাগ মোল্লা জানান, সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক এনে কুমিল্লাসহ বিভিন্ন জেলায় বিক্রি করে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য দাউদকান্দি থানায় প্রেরণ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত