উদ্ধার কাজে আসা পুলিশের ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা, ৪ গাড়ি খালে

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের পুটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি কাভার্ডভ্যান খাদে পড়ে যায়। গাড়ি দুটি উদ্ধার করতে আসে পুলিশের একটি ভ্যাম। উদ্ধার করতে আসা পুলিশের ভ্যানকে ধাক্কা দেয় আরেকটি কাভার্ডভ্যান। পরে সেই ভ্যানসহ কাভার্ডভ্যান উল্টে পড়ে খালে।

এ ঘটনায় সাগর ইসলাম নামে হাইওয়ে পুলিশের এক কনস্টেবল আহত হন। তাকে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত সেবার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন জানান,

সোমবার (২ জুন) সকালে পুটিয়ায় চট্টগ্রামমুখী দুটি কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টিম উদ্ধার কার্যক্রম চালানোর সময় চট্টগ্রামমুখী অপর একটি কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশভ্যানসহ ওই কার্ভাডভ্যান খাদে পড়ে যায়। দুর্ঘটনা কবলিত তিনটি কার্ভাডভ্যান ও পুলিশ পিকআপভ্যান উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত