স্বাস্থ্য সুরক্ষা এবং মাদকমুক্ত রাখতে খেলাধূলার বিকল্প নাই

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

যুব-তরুণ ও কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা এবং মাদকমুক্ত রাখতে খেলাধূলার বিকল্প নাই।

গতকাল শনিবার বিকেলে বানিয়াপাড়া আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা, প্রীতিভোজ ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উপপরিচালক ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান ওই বক্তব্য তুলে ধরেন।

তিনি আরও বলেন, মানবিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে, শৃঙ্খলা ও সুস্থ বিনোদনে উৎসাহিত করতে কুমিল্লার দেবীদ্বার পৌরসভার বানিয়াপাড়া আন নূর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুনামেন্ট ২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুর হাসান রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. শাহ জামান, প্রবাসী মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ছোটন সরকার প্রমুখ।

পুরো টুর্নামেন্টের আয়োজক ছিলেন জাপান প্রবাসী লোকমান হোসেন। খেলা পরিচালনা করেন রেফারি নাহিদ হাসান ও নাঈম হাসান।

খেলায় প্রতিন্দন্দ্বিতা করেন ইয়াং স্টার একাদশ বনাম কিং ফাইটার টিম। খেলা নির্দিষ্ট সময়ে গোল শূন্য ড্র থাকায় ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয় ইয়াং স্টার টিম। খেলা শেষে আমন্ত্রিত অতিথি ও চ্যাম্পিয়ন, রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেয়া হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত