দেবীদ্বারে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে এক ব্যবসায়ীর কাছ থেকে ধার্যকৃত মাসোহারার টাকা দিতে অস্বীকৃতি জানালে, ওই ব্যবসায়ীকে প্রাণনাশ ও তার স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় ওবায়দুল ইসলাম হৃদয়(২৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে তাকে কুমিল্লা কোর্ট হাজতে প্রেরণ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী আমির হোসেন, কলেজ রোডের উপজেলা পরিষদ গেটের সামনে কম্পিউটার টাইপিংয়ের ব্যবসা করেন। তিনি বাদী হয়ে ওবায়দুল ইসলাম হৃদয়কে এজহারভুক্ত আসামি করে এবং অজ্ঞাতনামা আরো ৮-১০ জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় একটি চাঁদাবাজি ও জীবননাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করেন। আমির হোসেন দেবীদ্বার পৌরসভার ফতেহাবাদ গ্রামের প্রয়াত আব্দুস সোবহানের ছেলে।

আটক ওবায়দুল ইসলাম হৃদয় দেবীদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের হাজি সামাদের বাড়ির মো. জাহাঙ্গীর আলমের ছেল। হৃদয় দেবীদ্বার পৌর ছাত্রদল শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও এস,এ, সরকারি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ব্যবসায়ী আমির হোসেন জানান, ৫ আগস্টের পর থেকে ছাত্রদল নেতা ওবায়দুল ও অজ্ঞাত আসামিদের নিয়ে তার কাছে প্রতিদিন ৫ শ টাকা করে চাঁদা দাবি করেন। নিয়মিত টাকা না দিতে পারায় নানাভাবে হুমকি দিত। মোবাইলে মেসেজের পর মেসেজে বিভিন্নভাবে হুমকি দিত। পরে মাসিক ১৫ হাজার টাকা ধার্য করে দেন ওবায়দুল। টাকা দিতে অস্বীকৃতি জানালে জীবননাশের হুমকিই নয়, অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অপহরণের হুমকি দেয়। সেই থেকে নিরাপত্তাহীনতায় মেয়েকে স্কুলে আসা বন্ধ করে দেয়। ব্যবসা প্রতিষ্ঠানেও মাঝে মাঝে ভয়ে না আসলে, মাসোহারার টাকার জন্য দলবল নিয়ে বাড়িতে যেয়ে রাতে দিনে দরজা-জানালায় পিটিয়ে, গালমন্দ করে আতঙ্ক সৃষ্টি করতে থাকে। বিষয়টি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সীকে জানালে তার নির্দেশে থানায় মামলা করি।

অভিযুক্ত ওবায়দুল ইসলাম হৃদয় জানান, আমাকে ফাঁসানো হয়েছে। তবে মোবাইলে মেসেজ ও বাড়িতে যেয়ে হুমকি দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এসব ফান করে করেছি।

এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী জানান, চাঁদাবাজদের সাথে কোন আপোস নেই, সে যেই হোক। আমির হোসেন অভিযোগ করলে আমি পুলিশকে বলে দিয়েছি, চাঁদাবাজদের পক্ষে যারা সুপারিশ করবে, তাদেরও আইনের আওতায় আনতে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ওবায়দুল নামে এক সাবেক ছাত্রদল নেতা ব্যবসায়ী আমির হোসেনের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করত। অনেকদিন বিকাশে দাবিকৃত টাকা পরিশোধ করেছে। মাঝে মাঝে টাকা না দিলে নানাভাবে জীবননাশের হুমকিসহ তার মেয়েকে তুলে নেওয়ারও হুমকি দিত। এসব উগ্র বক্তব্যের মেসেজের ও বিকাশে টাকা পাঠানোর মেসেজের স্ক্রিনশটগুলো যাচাই বাছাই করে ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত