দেবীদ্বার প্রতিনিধি

রুবেল হত্যা ও ছাব্বির হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
জানা যায়, গত বছরের ৪ আগস্ট দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ মামলার ৭ নং এজহারভুক্ত আসামি পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান (২৫), পৌর এলাকার বারারচর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
অন্যদিকে একই দিনে দেবীদ্বার সরকারি কলেজ রোডের কালাচান্দ সুপার মার্কেটের সামনে আন্দোলনকারীদের ওপর হামলায় নবম শ্রেণির শিক্ষার্থী আবুবকর গুরুতর আহত হন। এ ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার সন্দিগ্ধ আসামি পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি (২৭), সাইলচর গ্রামের জুনাব আলীর ছেলে।
গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আলাদা অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, ‘গাপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের কোর্ট হাজতে চালান করা হয়েছে।’

রুবেল হত্যা ও ছাব্বির হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
জানা যায়, গত বছরের ৪ আগস্ট দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ মামলার ৭ নং এজহারভুক্ত আসামি পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান (২৫), পৌর এলাকার বারারচর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
অন্যদিকে একই দিনে দেবীদ্বার সরকারি কলেজ রোডের কালাচান্দ সুপার মার্কেটের সামনে আন্দোলনকারীদের ওপর হামলায় নবম শ্রেণির শিক্ষার্থী আবুবকর গুরুতর আহত হন। এ ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার সন্দিগ্ধ আসামি পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি (২৭), সাইলচর গ্রামের জুনাব আলীর ছেলে।
গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আলাদা অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, ‘গাপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের কোর্ট হাজতে চালান করা হয়েছে।’