মোহাম্মদ শরীফ

গ্রামে বাড়ছে শীত। শীতে কষ্টে দিনপার করছেন গ্রামের নিম্ন আয়ের মানুষ। কুমিল্লার দেবীদ্বারের সুবিল গ্রামের মালয়েশিয়া প্রবাসী মাহাবুব আলম এই শীতে উষ্ণ ভালবাসা ছড়িয়ে দিচ্ছেন গ্রামে গ্রামে। সুবিল ও ইউছুফপুর ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতের পোশাক বিতরণ করা হয়েছে মাহাবুব আলমের উদ্যোগে। স্যুয়েটার, কানটুপি, মাফলার বিতরণ করা হয়েছে নিম্ন আয়ের মানুষের মাঝে। উপজেলার সুবিল, রাঘবপুর, পশ্চিম পোমকাড়া, এগার গ্রাম ও মুগসাইরে বিতরণ করা হয় এসব বস্ত্র। সুবিল ৭নং ওয়ার্ড সদস্য সেলিম, ৮নং ওয়ার্ড সদস্য আবু হানিফ, ৯নং ওয়ার্ড সদস্য সবুজ মিয়া, সাবেক সদস্য মোতালেব, মুগসাইর ৯নং ওয়ার্ড সদস্যজামাল মিয়াসহ স্থানীয় ব্যক্তিগত ব্যক্তিবর্গের সমন্বয়ে বিতরণ করা হয় এসব পোশাক। উন্নত মানের শীতের পোশাক পেয়ে খুশি স্থানীয় মানুষজন।
এগার গ্রামের শিল্পী আক্তার বলেন, এখন শীত বেড়েছে। পরিবারের সবার জন্য শীতের কেনা সম্ভব হয় না। গেঞ্জি পরে কোনোরকম শীত পার করছি। মাহাবুব ভাই অনেক দামী শীতের স্যুয়েটার, মাফলার, কানটুপি দিয়েছে। আমাদের এতদামী পোশাক কেনার সামর্থ্য নেই। আমরা অনেক খুশি।
স্থানীয় মেম্বার আবু হানিফ ও জামাল মেম্বার বলেন, মাহাবুব আলম ছোট থেকেই গরিব মানুষের প্রতি নিবেদিত প্রাণ। সারা বছর নানাভাবে গরিব দুঃখী মানুষকে সে সহায়তা করে থাকে। আজ ৫০০টি পরিবারকে শীতের পোশাক উপহার দিয়েছে। আমরা তার জন্য দোয়া করি।
মালয়েশিয়া প্রবাসী ও ব্যবসায়ী মাহাবুব আলম বলেন, আমি চেষ্টা করি যারা কষ্টে আছেন তাদের সাথে মিশে থাকতে। তাদের কষ্ট আমার নিজের কষ্ট মনে হয়। আমি নিজে যে পোশাক পরি অসহায় মানুষজন যারা আছেন, তাদের জন্যও সে পোশাক কিনেছি। চেষ্টা করেছি কিছু মানুষের জন্য সামান্য ভালবাসা উপহার দিতে।
মাহাবুব আলম সুবিল দারিদ্র্য বিমোচন সংস্থার সাংগঠনিক সম্পাদক। মানবিক কাজের জন্য তিনি স্থানীয় মানুষের কাছে প্রশংসিত।

গ্রামে বাড়ছে শীত। শীতে কষ্টে দিনপার করছেন গ্রামের নিম্ন আয়ের মানুষ। কুমিল্লার দেবীদ্বারের সুবিল গ্রামের মালয়েশিয়া প্রবাসী মাহাবুব আলম এই শীতে উষ্ণ ভালবাসা ছড়িয়ে দিচ্ছেন গ্রামে গ্রামে। সুবিল ও ইউছুফপুর ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতের পোশাক বিতরণ করা হয়েছে মাহাবুব আলমের উদ্যোগে। স্যুয়েটার, কানটুপি, মাফলার বিতরণ করা হয়েছে নিম্ন আয়ের মানুষের মাঝে। উপজেলার সুবিল, রাঘবপুর, পশ্চিম পোমকাড়া, এগার গ্রাম ও মুগসাইরে বিতরণ করা হয় এসব বস্ত্র। সুবিল ৭নং ওয়ার্ড সদস্য সেলিম, ৮নং ওয়ার্ড সদস্য আবু হানিফ, ৯নং ওয়ার্ড সদস্য সবুজ মিয়া, সাবেক সদস্য মোতালেব, মুগসাইর ৯নং ওয়ার্ড সদস্যজামাল মিয়াসহ স্থানীয় ব্যক্তিগত ব্যক্তিবর্গের সমন্বয়ে বিতরণ করা হয় এসব পোশাক। উন্নত মানের শীতের পোশাক পেয়ে খুশি স্থানীয় মানুষজন।
এগার গ্রামের শিল্পী আক্তার বলেন, এখন শীত বেড়েছে। পরিবারের সবার জন্য শীতের কেনা সম্ভব হয় না। গেঞ্জি পরে কোনোরকম শীত পার করছি। মাহাবুব ভাই অনেক দামী শীতের স্যুয়েটার, মাফলার, কানটুপি দিয়েছে। আমাদের এতদামী পোশাক কেনার সামর্থ্য নেই। আমরা অনেক খুশি।
স্থানীয় মেম্বার আবু হানিফ ও জামাল মেম্বার বলেন, মাহাবুব আলম ছোট থেকেই গরিব মানুষের প্রতি নিবেদিত প্রাণ। সারা বছর নানাভাবে গরিব দুঃখী মানুষকে সে সহায়তা করে থাকে। আজ ৫০০টি পরিবারকে শীতের পোশাক উপহার দিয়েছে। আমরা তার জন্য দোয়া করি।
মালয়েশিয়া প্রবাসী ও ব্যবসায়ী মাহাবুব আলম বলেন, আমি চেষ্টা করি যারা কষ্টে আছেন তাদের সাথে মিশে থাকতে। তাদের কষ্ট আমার নিজের কষ্ট মনে হয়। আমি নিজে যে পোশাক পরি অসহায় মানুষজন যারা আছেন, তাদের জন্যও সে পোশাক কিনেছি। চেষ্টা করেছি কিছু মানুষের জন্য সামান্য ভালবাসা উপহার দিতে।
মাহাবুব আলম সুবিল দারিদ্র্য বিমোচন সংস্থার সাংগঠনিক সম্পাদক। মানবিক কাজের জন্য তিনি স্থানীয় মানুষের কাছে প্রশংসিত।