ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে দেবীদ্বারে বিক্ষোভ

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে দেবীদ্বারে ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ গেট থেকে মশাল মিছিলটি বের হয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ‘স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এসে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।

এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সার্চ কমিটির সদস্য রায়হান সিদ্দিক, ছাত্র শক্তির নেতা কাজী নাসির, এনসিপি নেতা মোহতাদির জারীফ সিক্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়াম আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান, মো. ইয়াছিন প্রমুখ। বিক্ষোভকারীরা বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অপর দিকে সংবাদ পেয়ে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাথ আব্দুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে যান। এসময় মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত সহযোদ্ধার এ পরিণতিতে ঢামেক হাসপাতালের জরুরির বিভাগের সামনে ফুঁফিয়ে কান্নায় ভেঙে পড়েন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত