চাঁদাবাজি ধান্দাবাজি লুটপাট করা আমার লক্ষ্য নয়: হাসনাত আবদুল্লাহ

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা যাকে ইচ্ছা তাঁকে ভোট দেবেন, যার যেই দল মন চায় সেই দলই করবেন, কিন্তু আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট করা আমার লক্ষ্য নয়। আমি মানুষের হৃদয়ে জায়গা নিতে এসেছি। গতকাল বুধবার তাঁর নির্বাচনী আসন কুমিল্লা-৪ (দেবীদ্বার) সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমি ভোট চাইতে আসি নাই। ভোট চাওয়ার সামর্থ্য নাই। ভোট চাইতে হলে অনেক কিছু লাগে। সেগুলো আমার নাই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা রাজমিস্ত্রি। আমি আপনাদের সেবা করার জন্য এসেছি।

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মাঝে পরিবর্তনের আকাঙ্ক্ষা জেগেছে। আমি মানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে লক্ষ্যে কাজ করতে এসেছি। একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের সকল সেক্টরে আমূল পরিবর্তনের সুযোগ এসেছে। এখন ভোটের মাধ্যমে সেই সুযোগ কাজে লাগাতে হবে।

এ সময় স্থানীয় এনসিপি বিভিন্ন পর্যায়ের নেতারা তাঁর সঙ্গে গণসংযোগে অংশ নেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত