দালাল চক্রের দৌরাত্ম কর্মদক্ষতার অভাব বিদেশী ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারনা না থাকাই প্রবাসীদের অন্যতম বাঁধা

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। রেমিট্যান্সের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবার- সমাজের আর্থিক নিরাপত্তায় প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে দালাল চক্রের দৌরাত্ম কর্মদক্ষতার অভাব বিদেশী ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারনা না থাকাই প্রবাসীদের অন্যতম বাঁধা।

‘দক্ষতা নিয়ে যাব বিদেশ- রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ’-এ শ্লোগানকে সামনে রেখে ইউএনও’র সভাকক্ষে ব্র্যাক ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস’ পালন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক রাকিবুল ইসলাম ওই বক্তব্য তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক রাকিবুল ইসলাম’র সভাপতিত্বে এবং উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, আনসার ভিডিপি কর্মকর্তা বিলকিস আক্তার, মরিচাকান্দা উট্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মো. রফিকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম আমিন ।

স্বাগতিক বক্তব্য রাখেন, ব্র্যাক দেবীদ্বার শাখার প্রেগ্রাম অর্গানাইজার আয়শা সিদ্দিকী।

প্রবাস জীবনের করুণ কাহিনী ও সাফল্য তুলে ধরে একাধিক নারী-পুরুষ বলেন, ‘বিদেশে কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, যা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে দেশের সামগ্রিক উন্নয়নেও প্রভাব ফেলে। দালাল নির্ভরতা ও প্রতারণায় সর্বশান্ত হওয়া, দীর্ঘ কর্মঘণ্টা, কম মজুরি, নারী শ্রমিক ও গৃহকর্মীদের উপর মানষিক ও শারেরীক নির্যাতন, জীন বিপন্ন, প্রবাসী কল্যাণ দূতাবাসের অসহযোগীতা একটি বড় সমস্যা। সরকার এগুলো রিসনে কার্যকত ব্যবস্থা নেয়ার আহবান জানান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত