দেবীদ্বারে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১৭: ৫৮
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে তাদের কুমিল্লা আদালতে হাজত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চান্দিনা পৌর এলাকার বেলাশর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আবুল কালাম (৩০) এবং দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানারপাড় পশ্চিমপাড়া মেম্বার বাড়ির মৃত হারুন অর রশিদের ছেলে মো. আমির হোসেন রাজু (২৯)।

সেনাবাহিনী ও দেবীদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার দিবাগত রাতে চান্দিনা ও দেবীদ্বারের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে ভিক্টিমের স্বামী (২৫) উল্লেখ করেন, প্রায় তিন মাস আগে তাদের বিয়ে হয়। আসামি রাজু তার পূর্বপরিচিত এবং একসময় তাকে জামিনে সহযোগিতা করেছিলেন। পরে রাজু তাদের সানানগর এলাকায় আবুল বাশারের বাড়িতে একটি ভাড়া বাসা করে দেন এবং আসা-যাওয়া করতেন।

গত ১ অক্টোবর রাতে স্বামীর অনুপস্থিতিতে আবুল কালাম প্রথমে ভিক্টিমকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরদিন (২ অক্টোবর) রাতে রাজু ও কালাম আবার বাসায় গিয়ে স্বামীকে খাবার আনতে পাঠিয়ে দেয় এবং সুযোগে গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

লজ্জা ও ভয় থেকে ভিক্টিম প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে বান্ধবীর কাছে গিয়ে ঘটনা জানায়। ৪ অক্টোবর সে চান্দিনা সেনা ক্যাম্পে গিয়ে লিখিত অভিযোগ করে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মঈনুদ্দিন আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত