ক্রেতা সেজে মাদক কারবারীকে পুলিশে দিল কিশোর

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে আক্তার হোসেন(৪৫) নামে এক মাদক কারবারীকে ৫০৫ পিস ইয়াবা ও পৌনে ২ কেজি গাঁজাসহ ক্রেতা সেঝে পুলিশে দিল ১৬ বছর বয়সী এক কিশোর(১৬)।

ঘটনাটি ঘটে গতকাল রোববার দিবাগত রাত ১১টায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামের আকবর সরকারের বাড়িতে।

মাদক কারবারী আক্তার হোসেন(৪৫) উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামের আকবর সরকারের বাড়ির মৃতঃ কাসেম সরকারের পুত্র।

স্থানীয় কামরুল হাসান সোহেল ও মাজহারুল ইসলাম ভূইয়া জানান, আন্ত:জেলা মাদক কারবারী আক্তার হোসেনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। সে দির্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসলেও অজ্ঞাত শক্তির ছত্রছায়ায় থাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি।

আমরা গ্রামের যুব সম্প্রদায় একত্রিত হয়ে মাদক কারবারীর বাড়ি ঘেড়াউ করে, ১৬ বছর বয়সী এক কিশোরকে ইয়াবা ক্রয়ের জন্য পাঠাই। ওই কিশোর ইয়াবা ক্রয় করে আসার পথে আমরা মাদক কারবারীকে আটক করি। এসময় কয়েকজন ক্রেতা টের পেয়ে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আক্তার হোসেনকে জিজ্ঞাসাবাদে তার ঘর থেকে ৫০৫ পিস ইয়াবা টেবলেট ও ১ কেজি ৭ শত গ্রাম গাঁজা উদ্ধার করেন।

এ ব্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, মাদকের বিষয়ে আমরা আপোষহীন। ইদানিং প্রতিটা গ্রামে, পাড়া- মহল্লায় মাদক বিক্রেতা ও সেবকের সংখ্যা সীমাহীন বেড়ে গেছে। উপযুক্ত স্বাক্ষ প্রমানের অভাবে মাদক কারবারীদের ধরা কঠিন হয়ে পড়েছে। তার পরও প্রতি সপ্তাহে ২/৩ টি অভিযান অব্যাহত আছে। আজ দুপুরে আটক মাদক কারবারী আক্তার হোসেনকে কোর্টে চালান করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত