দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠান ও ১ পরিবহনকে জরিমানা

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার প্রতিষ্ঠান ও এক পরিবহনকে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ‘আজগর হোটেল’, ‘ছাবরিয়া হোটেল’ এবং ‘কালাম হোটেল’কে ফ্রিজে পঁচা ও বাসি রান্না করা খাবার সংরক্ষিত রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’এর ৫৩ ধারা অনুযায়ী ৩টি মামলায় ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও সড়কে যানজট সৃষ্টি করার দায়ে ‘ফারহানা পরিবহন’কে সড়ক পরিবহন আইন ২০১৮’এর ৪৭ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এসময় দেবীদ্বার থানা পুলিশের একটি টিম অভিযানকে সহায়তা করে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত