দেবীদ্বারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে পেলেন বীজ ও সার

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় কৃষি নির্ভর বাংলাদেশে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত বছরের তুলনায় এ প্রণোদনা খুবই কম হওয়ায় কৃষকরা হতাশ হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দেন উপজেলা পরিষদের পক্ষ থেকে ঘাটতি পূরণে প্রণোদনা বাড়ানো হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক রাকিবুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়, উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সদস্য ও দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ নেওয়াজ, উপসহকরী কৃষি কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১টি পৌরসভা ও ১৫ ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৬৫০ জন কৃষককে বিনামূল্যে উচ্চফলনশীল সরিষা, গম, ভুট্টা, বাদাম, সূর্যমূখী, লাউমহ বিভিন্ন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। গতবছর এ সহায়তা পেয়েছিলেন প্রায় ২ হাজার ৫ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায় স্বাগতিক বক্তব্যে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যেন স্বল্প খরচে অধিক ফলন পেতে পারেন সেই লক্ষ্যেই এ প্রণোদনা দেওয়া হয়েছে। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আমরা নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি।

এলাহাবাদ গ্রামের কৃষক আবদুল লতিফ বলেন, আমরা ছোট কৃষকরা অনেক সময় বীজ কিনতে পারি না। বাজারের বীজের উপর আস্থাও রাখতে পারি না, আজ বিনামূল্যে বীজ ও সার পেয়ে চাষাবাদে সরকারের এ সহায়তা নতুন আশা পেলাম। তবে গত বছরের তুলনায় এবার প্রণোদনা কম হওয়ায় উৎপাদনে ঘাটতি দেখা দিবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন,সরকার কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এই প্রণোদনা শুধু সহায়তা নয় এটি কৃষকদের আত্মনির্ভরশীল হওয়ার প্রেরণা। মাঠ পর্যায়ে বেকার আবাদি জমি না রেখে প্রতিটা বীজকে ফলন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। তবে ঘাটতি প্রনোদনা উপজেলা পরিষদের অর্থায়নে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ঘাটতি পূরণে চেষ্টা করব।

অনুষ্ঠানের শেষে অতিথিরা কৃষকদের হাতে প্রতীকীভাবে বীজ ও সার তুলে দেন। পরে উপজেলা কৃষি অফিসের মাঠ কর্মকর্তারা ইউনিয়ন পর্যায়ে বাকি কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ শুরু করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত