ওসমান হাদিকে দেখতে গিয়ে অঝোরে কাঁদলেন হাসনাত আব্দুল্লাহ

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

মাথায় গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লাইফসাপোর্টে জুলাই যোদ্ধা, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে এনসিপির শাপলা কলি প্রতীকে মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

ওসমান হাদির আহতের সংবাদে হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, ‘আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।’ পরে তিনি ওসমান হাদিকে দেখতে সশরীরে হাসপাতালে ছুটে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা ক্রিটিক্যাল। তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজধানীর বিজয় নগরের কালভার্ট রোড এলাকায় দুষ্কৃতকারীদের গুলিতে হাদি মাথায় গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত