দেবীদ্বারে গর্ত খুড়তে গিয়ে ৭১ সালের পরিত্যক্ত ৭১ পিস গুলি উদ্ধার!

এবিএম আতিকুর রহমান বাশার
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১১: ৫৩
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে চুলা বানাতে গর্ত খুড়তে যেয়ে ৭১ পিস গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

গতকার বুধবার বিকালে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বকরিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

যৌথবাহিনী সূত্র জানা যায়, বুধবার সকালে দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বকরিকান্দি গ্রামের পূর্ব পাড়ার মোঃ রশীদুল ইসলামের বসত ঘরের সামনে রান্না ঘরের পাশে মাটির চুলা তৈরী করার জন্য ২ ফিট মাটি খুড়লে একটি সাদা পলিথিন এর ভিতরে পরিত্যাক্ত অবস্থায় গুলি দেখতে পায়।

স্থানীয়রা বিষয়টি দেবীদ্বার সেনা ক্যাম্পকে জানান। খবর পেয়ে দেবীদ্বার সেনা ক্যাম্প ও দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিকালে ৭১ পিস গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল মতিন জানান, উদ্ধারকৃত গুলিগুলো ২৪’র আন্দোলনে দেবীদ্বার থানার লুন্ঠিত গুলি নয়, এগুলো নষ্ট, অনেক পুরনো, গুলিগুলো টিপ দিলেই গুড়া হয়ে যায়। এসব গুলি ২০ বছরেও মাটির নিচে থাকলে নষ্ট হয়না। ধারনা করা হচ্ছে ১৯৭১ সালে যুদ্ধ শেষে কেউ হয়তো গুািলগুলো মাটির নিচে পুঁতে রেখেছিল এবং এগুলো মেশিন গানের হতে পারে বলেও ধারনা করা হচ্ছে।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মাইনউদ্দিন বলেন, পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পলিথিনে ব্যাগে মোড়ানো ৭১ পিস গুলি উদ্ধার করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত