• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> হোমনা

কুমিল্লা-২ ( হোমনা ও তিতাস) আসন

‘বহিরাগত’ সেলিম ভূঁইয়াকে মানতে নারাজ এপিএস মতিন ও আজিজ মোল্লা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১: ৩১
logo

‘বহিরাগত’ সেলিম ভূঁইয়াকে মানতে নারাজ এপিএস মতিন ও আজিজ মোল্লা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১: ৩১
Photo

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে কোনভাবেই মানতে নারাজ বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস প্রকৌশলী এম এ মতিন খান ও হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা। তাঁরা সেলিম ভূঁইয়াকে ‘বহিরাগত’ প্রার্থী দাবি করে প্রকাশ্যেই বিভিন্ন অনুষ্ঠানে কথা বলেছেন। মতিন ও আজিজ দুইজনই এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে বিএনপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে দলীয় মনোনয়ন দেয়।

এর আগে গত ৩ নভেম্বর কুমিল্লা জেলার ১১ টি আসনের মধ্যে নয়টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে। একমাস পর ৪ ডিসেম্বর কুমিল্লা-২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়। কুমিল্লা-৭ ( চান্দিনা) আসনটি এখনও ফাঁকা। এখানে বিএনপি কোন প্রার্থী ঘোষণা করেনি। বিএনপি জোটের অন্যতম শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি ( এলডিপি)। এলডিপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেদোয়ান আহমেদের জন্য আসনটি খালি রাখা হয়েছে বলে জনশ্রুতি আছে।

দলীয় সূত্রে জানা গেছে, অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর তিনি কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার সাংগঠনিক রাজনীতিতে সক্রিয় হন। তিনি বিলুপ্ত কুমিল্লা-২ ( হোমনা ও মেঘনা) আসনে গণসংযোগ করেছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। কিন্তু নির্বাচন কমিশন এ বছর নতুন করে সীমানা পুনর্বিন্যাস করায় মেঘনা উপজেলাকে কুমিল্লা-১ আসনের দাউদকান্দি উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। কুমিল্লা-১ ( দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। মোশাররফকে কুমিল্লা-১ আসনে দলীয় মনোনয়ন দেওয়ায়, দল কেন্দ্রীয় নেতা সেলিম ভূঁইয়াকে কুমিল্লা-২ আসনে মনোনয়ন দিল। অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া নির্বাচন উপলক্ষে হোমনা উপজেলার ছয়ফুল্লাহকান্দি এলাকায় জায়গা কিনে বাড়ি করেন।

অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার পর সবার বাড়িতে গেছি। দলে অনেকে মনোনয়ন চাইতে পারেন। কিন্তু দল আমাকে দিয়েছে। আসুন সবাই মিলে ধানের শীষের জন্য কাজ করি। তফসিল ঘোষণার আগেই সবাই এককাট্টা হবেন। ইতিমধ্যে একজন মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার আমার সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁর বাড়ি তিতাস উপজেলায়।

সেলিম ভূঁইয়া বলেন,‘ আমাকে যাঁরা বহিরাগত বলছেন, তাঁদের উদ্দেশ্যে বলি, আগে তো হোমনা ও মেঘনা নিয়ে কুমিল্লা-২ আসন ছিল। এখন মেঘনা আলাদা হয়েছে। কিন্তু হোমনা তো রয়েছে। হোমনায় আমার বাড়ি আছে। আমি মোটেই বহিরাগত নই।’

মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার বলেন, ‘আমি দলের বাইরে যাব না।’

হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লার বাড়ি হোমনা পৌরসভার শ্রীমর্দ্দি এলাকায়। তিনি হোমনা সরকারি কলেজের ভিপি ছিলেন। হোমনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। উপজেলা চেয়ারম্যান ছিলেন।

জানতে চাইলে এডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা বলেন,‘ আমি যখন ক্লাস সেভেনে পড়ি, তখন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত । সেলিম ভূঁইয়া আমাদের এলাকার নন। তিনি কুমিল্লা-১ নির্বাচনী এলাকার মানুষ। হোমনার মানুষ বাইরের লোককে ভোট দেয় না। আমার বিশ্বাস, জনগণের বিশ্বাস এই মনোনয়ন পরিবর্তন হবে। হোমনার মানুষ গর্জে উঠবে। হানড্রেড পারসেন্ট বিশ্বাস আমাকে দিলে বিএনপি এই আসনে পাস করবে। সামনের নির্বাচনে জনগণকে নিয়ে আমি মাঠে আছি। মাঠে থাকব। হোমনার মানুষ উপযুক্ত লোককে ভোট দেবে। তাঁরা এই মনোনয়ন মানে না। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান করে। এবারও করব।’

বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস প্রকৌশলী এম এ মতিন খান সরকারের উপসচিব ছিলেন। তিনি সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অবসরে যান। তাঁর বাড়ি তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে। তিনিও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত শনিবার রাতে বিএনপির প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এপিএস মতিন খানের বাড়িতে যান। কিন্তু তাঁকে বাড়িতে পাননি।

প্রকৌশলী এম এ মতিন খান বলেন, আমি বহিরাগত প্রার্থী মানি না। আমি নির্বাচন করব।

Thumbnail image

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে কোনভাবেই মানতে নারাজ বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস প্রকৌশলী এম এ মতিন খান ও হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা। তাঁরা সেলিম ভূঁইয়াকে ‘বহিরাগত’ প্রার্থী দাবি করে প্রকাশ্যেই বিভিন্ন অনুষ্ঠানে কথা বলেছেন। মতিন ও আজিজ দুইজনই এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে বিএনপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে দলীয় মনোনয়ন দেয়।

এর আগে গত ৩ নভেম্বর কুমিল্লা জেলার ১১ টি আসনের মধ্যে নয়টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে। একমাস পর ৪ ডিসেম্বর কুমিল্লা-২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়। কুমিল্লা-৭ ( চান্দিনা) আসনটি এখনও ফাঁকা। এখানে বিএনপি কোন প্রার্থী ঘোষণা করেনি। বিএনপি জোটের অন্যতম শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি ( এলডিপি)। এলডিপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেদোয়ান আহমেদের জন্য আসনটি খালি রাখা হয়েছে বলে জনশ্রুতি আছে।

দলীয় সূত্রে জানা গেছে, অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর তিনি কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার সাংগঠনিক রাজনীতিতে সক্রিয় হন। তিনি বিলুপ্ত কুমিল্লা-২ ( হোমনা ও মেঘনা) আসনে গণসংযোগ করেছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। কিন্তু নির্বাচন কমিশন এ বছর নতুন করে সীমানা পুনর্বিন্যাস করায় মেঘনা উপজেলাকে কুমিল্লা-১ আসনের দাউদকান্দি উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। কুমিল্লা-১ ( দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। মোশাররফকে কুমিল্লা-১ আসনে দলীয় মনোনয়ন দেওয়ায়, দল কেন্দ্রীয় নেতা সেলিম ভূঁইয়াকে কুমিল্লা-২ আসনে মনোনয়ন দিল। অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া নির্বাচন উপলক্ষে হোমনা উপজেলার ছয়ফুল্লাহকান্দি এলাকায় জায়গা কিনে বাড়ি করেন।

অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার পর সবার বাড়িতে গেছি। দলে অনেকে মনোনয়ন চাইতে পারেন। কিন্তু দল আমাকে দিয়েছে। আসুন সবাই মিলে ধানের শীষের জন্য কাজ করি। তফসিল ঘোষণার আগেই সবাই এককাট্টা হবেন। ইতিমধ্যে একজন মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার আমার সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁর বাড়ি তিতাস উপজেলায়।

সেলিম ভূঁইয়া বলেন,‘ আমাকে যাঁরা বহিরাগত বলছেন, তাঁদের উদ্দেশ্যে বলি, আগে তো হোমনা ও মেঘনা নিয়ে কুমিল্লা-২ আসন ছিল। এখন মেঘনা আলাদা হয়েছে। কিন্তু হোমনা তো রয়েছে। হোমনায় আমার বাড়ি আছে। আমি মোটেই বহিরাগত নই।’

মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার বলেন, ‘আমি দলের বাইরে যাব না।’

হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লার বাড়ি হোমনা পৌরসভার শ্রীমর্দ্দি এলাকায়। তিনি হোমনা সরকারি কলেজের ভিপি ছিলেন। হোমনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। উপজেলা চেয়ারম্যান ছিলেন।

জানতে চাইলে এডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা বলেন,‘ আমি যখন ক্লাস সেভেনে পড়ি, তখন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত । সেলিম ভূঁইয়া আমাদের এলাকার নন। তিনি কুমিল্লা-১ নির্বাচনী এলাকার মানুষ। হোমনার মানুষ বাইরের লোককে ভোট দেয় না। আমার বিশ্বাস, জনগণের বিশ্বাস এই মনোনয়ন পরিবর্তন হবে। হোমনার মানুষ গর্জে উঠবে। হানড্রেড পারসেন্ট বিশ্বাস আমাকে দিলে বিএনপি এই আসনে পাস করবে। সামনের নির্বাচনে জনগণকে নিয়ে আমি মাঠে আছি। মাঠে থাকব। হোমনার মানুষ উপযুক্ত লোককে ভোট দেবে। তাঁরা এই মনোনয়ন মানে না। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান করে। এবারও করব।’

বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস প্রকৌশলী এম এ মতিন খান সরকারের উপসচিব ছিলেন। তিনি সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অবসরে যান। তাঁর বাড়ি তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে। তিনিও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত শনিবার রাতে বিএনপির প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এপিএস মতিন খানের বাড়িতে যান। কিন্তু তাঁকে বাড়িতে পাননি।

প্রকৌশলী এম এ মতিন খান বলেন, আমি বহিরাগত প্রার্থী মানি না। আমি নির্বাচন করব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২

কুমিল্লা -৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

৩

বরুড়ার প্রথম শহীদ মিনারের স্মৃতি কথা

৪

বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুল

৫

কুমিল্লার শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মোস্তাক আহমেদের দাফন বাদ জোহর

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

৮ ঘণ্টা আগে
কুমিল্লা -৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা -৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

৮ ঘণ্টা আগে
বরুড়ার প্রথম শহীদ মিনারের স্মৃতি কথা

বরুড়ার প্রথম শহীদ মিনারের স্মৃতি কথা

৯ ঘণ্টা আগে
বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুল

বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুল

১১ ঘণ্টা আগে