হোমনায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হোমনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার হোমনায় প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ৫শ' পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার শাহিন (২৮) ও জিসানকে (২০) গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার তাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করে কুমিল্লা কোর্টে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (৩০ আগস্ট) রাতে এসআই জীবন বিশ্বাসের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারটি আটক করা হয়। পরবর্তীতে গাড়ির ভেতর লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত