হোমনা প্রতিনিধি

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড, সংগঠনকে বিভক্ত করা, কমিটি বাণিজ্য এবং অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে হোমনায় ঝাড়ু-মিছিল ও কুশপুতুল দাহ কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ঝাড়–মিছিলটি হোমনা চৌরাস্তা থেকে শুরু হয়ে থানা রোড, বাজার, পুরাতন বাসস্ট্যান্ড, পৌর বাসস্ট্যান্ড, আদর্শ উচ্চ বিদ্যালয় রোড প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বিক্ষোভকারীরা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কুশপুতুলে আগুন ধরিয়ে তার ‘গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড ও দলীয় বিতর্ক সৃষ্টির বিরুদ্ধে’ প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সেলিম ভূঁইয়া দলীয় নেতৃত্বের অপব্যবহার করে কমিটি বাণিজ্য করছেন এবং নেতাকর্মীদের মধ্যে বিভক্তি তৈরি করছেন।
তার কর্মকাণ্ডের কারণে দলীয় রাজনীতির পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নির্বাচনী মাঠ দুর্বল হচ্ছে বলে দাবি তাদের।
বিক্ষোভে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা অংশ নেন।
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার প্রতিক্রিয়া জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হয় এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
ফলে এব্যাপারে তার প্রতিক্রিয়া জানা যায়নি।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড, সংগঠনকে বিভক্ত করা, কমিটি বাণিজ্য এবং অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে হোমনায় ঝাড়ু-মিছিল ও কুশপুতুল দাহ কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ঝাড়–মিছিলটি হোমনা চৌরাস্তা থেকে শুরু হয়ে থানা রোড, বাজার, পুরাতন বাসস্ট্যান্ড, পৌর বাসস্ট্যান্ড, আদর্শ উচ্চ বিদ্যালয় রোড প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বিক্ষোভকারীরা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কুশপুতুলে আগুন ধরিয়ে তার ‘গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড ও দলীয় বিতর্ক সৃষ্টির বিরুদ্ধে’ প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সেলিম ভূঁইয়া দলীয় নেতৃত্বের অপব্যবহার করে কমিটি বাণিজ্য করছেন এবং নেতাকর্মীদের মধ্যে বিভক্তি তৈরি করছেন।
তার কর্মকাণ্ডের কারণে দলীয় রাজনীতির পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নির্বাচনী মাঠ দুর্বল হচ্ছে বলে দাবি তাদের।
বিক্ষোভে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা অংশ নেন।
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার প্রতিক্রিয়া জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হয় এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
ফলে এব্যাপারে তার প্রতিক্রিয়া জানা যায়নি।