হোমনা প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার হোমনায় আয়োজিত এক সমাবেশে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, হোমনাকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে, হোমনার মানুষ তা প্রতিহত করবে। হোমনার জনগণই সিদ্ধান্ত নেবে, আগামী দিনে তাদের কোন নেতা নির্বাচন করবেন।
আজ শনিবার দুপুরে হোমনা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে উপজেলা, পৌর ও অঙ্গসংগঠনের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ভূঁইয়া এসব কথা বলেন।
অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, হোমনায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কেউ হামলা মামলা করেননি। হোমনাকে আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ রেখেছি। কিন্তু কিছু লোক বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রের চেষ্টা করছে। এ সময় তিনি নিজেকে হোমনার ভোটার উল্লেখ করে বলেন, যারা হোমনাকে নিয়ে ষড়যন্ত্র করছে, তারা টিকবে না।
গত বৃহস্পতিবার হোমনায় তার (সেলিম ভূঁইয়া) বিরুদ্ধে 'ঝাড়ু মিছিলে' অংশগ্রহণকারী ও এর নেতৃত্বদানকারী মাথাভাঙা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মোল্লাকে উদ্দেশ্য করে তিনি উপস্থিত জনগণকে বলেন, আমাকে মনোনয়ন দিলে এবং আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই; তাহলে পৌরসভা এলাকাটা আরও বড় করব। কেন বাড়াবো, কারণ এখানে ঝাড়ুদারের সংখ্যাটা একটু বেশি হয়ে গেছে। তাদের নামগুলো লিখে রাখবেন, তাদেরকে ঝাড়ুদারের চাকরি দেব। আর তাকে তাদের সর্দার করা হবে। পরে তারা বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল নিয়ে চৌরাস্তা হয়ে পোস্ট অফিস মোড়ে পৌর সুপার মর্কেটের সামনে গিয়ে পুনরায় সমাবেশ করেন।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, সিনিয়র সহসভাপতি জাকির হাসান জাকি, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার হোমনায় আয়োজিত এক সমাবেশে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, হোমনাকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে, হোমনার মানুষ তা প্রতিহত করবে। হোমনার জনগণই সিদ্ধান্ত নেবে, আগামী দিনে তাদের কোন নেতা নির্বাচন করবেন।
আজ শনিবার দুপুরে হোমনা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে উপজেলা, পৌর ও অঙ্গসংগঠনের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ভূঁইয়া এসব কথা বলেন।
অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, হোমনায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কেউ হামলা মামলা করেননি। হোমনাকে আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ রেখেছি। কিন্তু কিছু লোক বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রের চেষ্টা করছে। এ সময় তিনি নিজেকে হোমনার ভোটার উল্লেখ করে বলেন, যারা হোমনাকে নিয়ে ষড়যন্ত্র করছে, তারা টিকবে না।
গত বৃহস্পতিবার হোমনায় তার (সেলিম ভূঁইয়া) বিরুদ্ধে 'ঝাড়ু মিছিলে' অংশগ্রহণকারী ও এর নেতৃত্বদানকারী মাথাভাঙা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মোল্লাকে উদ্দেশ্য করে তিনি উপস্থিত জনগণকে বলেন, আমাকে মনোনয়ন দিলে এবং আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই; তাহলে পৌরসভা এলাকাটা আরও বড় করব। কেন বাড়াবো, কারণ এখানে ঝাড়ুদারের সংখ্যাটা একটু বেশি হয়ে গেছে। তাদের নামগুলো লিখে রাখবেন, তাদেরকে ঝাড়ুদারের চাকরি দেব। আর তাকে তাদের সর্দার করা হবে। পরে তারা বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল নিয়ে চৌরাস্তা হয়ে পোস্ট অফিস মোড়ে পৌর সুপার মর্কেটের সামনে গিয়ে পুনরায় সমাবেশ করেন।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, সিনিয়র সহসভাপতি জাকির হাসান জাকি, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।