এম কে আনোয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা

হোমনা প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ২১: ৫৬
Thumbnail image

বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তা এম কে আনোয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার এম কে আনোয়ারের হোমনার বাসভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

পরে কবর জিয়ারত শেষে পরিবার, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অনেক নেতা এমকে আনোয়ারের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

এম কে আনোয়ারের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল হক জহর ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা

এছাড়া এম কে আনোয়ারের পরিবারের পক্ষ থেকে ৫০টি মাদ্রাসা ও এতিমখানায় ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয় ।

প্রসঙ্গত, এমকে আনোয়ার ২০১৭ সালে ২৪ অক্টোবর ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ৮৪ বছর বয়সে মারা যান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত