লাকসামে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

লাকসাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার লাকসামে রোববার (২৫ মে) তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হযেছে। ওইদিন সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ।

মেলা উদ্বোধন অনুষ্ঠানে এক আলোচনায় বক্তৃতাকালে ইউএনও কাউছার হামিদ বলেন, ভূমি মন্ত্রণালয়ের অনলাইন সেবা প্রদর্শনী, ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান, ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শণ, ভূমি সেবা সংক্রান্ত মেলায় আগত দর্শনার্থী ও সেবাপ্রার্থীদের অভিযোগ ও মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত সার্বিক বিষয়ে সেবাবুথে উপস্থিত থেকে তিনিসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সেবাগ্রহীতাদের সকল প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা রয়েছে।

তিনি আরো বলেন, মেলায় সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন- ই-নামজারির আবেদন গ্রহণ, নামজারি জমা-খারিজ খতিয়ান প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে।

এ ছাড়াও উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ভূমি অফিসে অনুরূপ সেবা প্রদান করা হচ্ছে। মেলায় ভূমি সেবা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। সেবাগ্রহীতাদের আন্তরিকতার সঙ্গে সর্বোচ্চ সেবা প্রদানের আশ্বাস দেন তিনি।

আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল কুদ্দুস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাবেক সভাপতি ও প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, পৌরসভা ভূমি কর্মকর্তা মো. হারুনুর রশিদ।

এ সময় লাকসাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, সাংবাদিক মশিউর রহমান সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

ইউএনও কাউছার হামিদ বলেন, শিক্ষার্থীদের মাঝে ভূমি সংক্রান্ত বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন রয়েছে। সুবিধাজনক সময়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (২৭ মে) মেলার সমাপনী দিনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

মেলার উদ্বোধন পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। এতে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারি, গণমাধ্যমকর্মী, সেবাগ্রহিতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত