লাকসামে ইউএনওর বদলি প্রত্যাহার দাবিতে মানববন্ধন

লাকসাম প্রতিনিধি
Thumbnail image

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন সংগঠন এবং শিক্ষার্থীরা।

এতে সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করে তাদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন।

আজ বুধবার সকাল থেকে দুপুর পযন্ত পৌরসভার সামনে, পৌর শহরে বাইপাস সড়ক ও উপজেলা পরিষদ ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এতে লাকসাম সাংস্কৃতিক জোট, লাকসাম নারী উদ্যোক্তা সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসহ ছাত্র জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, লাকসামের ইউএনও কাউছার হামিদ একজন সৎ, মানবিক, নির্ভীক ও ন‍্যায় পরায়ন প্রশাসনিক কর্মকর্তা। লাকসামে যোগদানের পর থেকে তিনি এ উপজেলাকে সাধারণ মানুষের কল‍্যাণে সাজিয়েছেন নতুন ভাবে। সকল অবৈধ ও অনৈতিক কাজ কঠোরভাবে নিয়ন্ত্রণ করায় একজন ডায়নামিক অফিসার হিসেবে তিনি লাকসামে ব‍্যাপক সুনাম অর্জন করেছেন। অবৈধ তদবিরের মাধ‍্যমে

৯ সেপ্টেম্বরে লাকসামে কর্মরত ইউএনও কাউছার হামিদকে বরিশাল বিভাগে বদলি করান। এমন খবরে সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে উঠেন। তাঁকে বদলি করায় এর প্রতিবাদে এবং বদলি আদেশ প্রত‍্যাহারের দাবিতে বিভিন্ন সংগঠন ও ছাত্র জনতা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তাদের দাবি অবিলম্বে এই অবৈধ বদলির আদেশ প্রত‍্যাহার করতে হবে। অন‍্যথায় তারা কঠিন কর্মসূচির ঘোষণা দিবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত