নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লাকসাম পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভোটে সভাপতি হয়েছেন লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, লাকসাম পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো মজির আহমেদ। সমঝোতায় সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম ফারুক।
তিনি লাকসাম পৌর বিএনপির সাবেক সভাপতি ও র্যাবের হাতে গুম হওয়া হুমায়ুন কবীর পারভেজের ছোট ভাই। গতকাল শুক্রবার বিকেল চারটায় লাকসাম পৌর মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে লাকসাম উপজেলা সম্মেলনের দিন কমিটি নিয়ে ঐক্যমতে না পৌঁছায় পৌর সম্মেলন স্থগিত করা হয়।
লাকসাম পৌর বিএনপির আহবায়ক আবুল হাশেম মানুর সভাপতিত্বে ওই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আক্কাস, আমিরুজ্জামান, মোস্তফা জামান, মাহাবুব চৌধুরী, নজরুল হক ভূঁইয়া স্বপন, সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সদস্য খায়রুল আনাম তৌফিক, আহম তাইফুর আলম, মোজাহিদ চৌধুরী, সিরাজুল ইসলাম মিলন ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবের আলাউদ্দিন হেনা।
সম্মেলনে সভাপতি পদে প্রার্থী ছিলেন দুইজন। তাঁরা হলেন লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, লাকসাম পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো মজির আহমেদ, লাকসাম পৌরসভা বিএনপির বর্তমান আহবায়ক আবুল হাশেম মানু। দুইজনই সভাপতি পদে মনোনয়ন ফরম নিয়ে প্রার্থী হয়েছেন। মানু লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো আবুল কালামের অনুসারী। এতে কাউন্সিলর আছেন ৬৩৯ জন। এর মধ্যে ৫৯৮জন ভোট দেন। বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে মজির আহমেদ সভাপতি পদে জয়ী হন।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন তিনজন। তাঁরা হলেন পৌর যুবদল ও বিএনপির সাবেক নেতা গোলাম ফারুক, বেলালুর রহমান মজুমদার ও আবুল হোসেন। বেলালুর ও আবুল হোসেনের সঙ্গে ফারুকের সমঝোতা হয়। তাঁরা ফারুককে সাধারণ সম্পাদক পদে ছাড় দেন। ফলে এই পদে ভোট হবে না।
গোলাম ফারুক লাকসাম পৌর বিএনপির সাবেক সভাপতি ও র্যাবের হাতে গুম হওয়া হুমায়ুন কবীর পারভেজের ছোট ভাই। দলীয় নেতাক-মীরা ফারুককে সাধারণ সম্পাদক করায় অভিনন্দন জানিয়েছেন।
কুমিল্লার লাকসাম পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভোটে সভাপতি হয়েছেন লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, লাকসাম পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো মজির আহমেদ। সমঝোতায় সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম ফারুক।
তিনি লাকসাম পৌর বিএনপির সাবেক সভাপতি ও র্যাবের হাতে গুম হওয়া হুমায়ুন কবীর পারভেজের ছোট ভাই। গতকাল শুক্রবার বিকেল চারটায় লাকসাম পৌর মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে লাকসাম উপজেলা সম্মেলনের দিন কমিটি নিয়ে ঐক্যমতে না পৌঁছায় পৌর সম্মেলন স্থগিত করা হয়।
লাকসাম পৌর বিএনপির আহবায়ক আবুল হাশেম মানুর সভাপতিত্বে ওই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আক্কাস, আমিরুজ্জামান, মোস্তফা জামান, মাহাবুব চৌধুরী, নজরুল হক ভূঁইয়া স্বপন, সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সদস্য খায়রুল আনাম তৌফিক, আহম তাইফুর আলম, মোজাহিদ চৌধুরী, সিরাজুল ইসলাম মিলন ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবের আলাউদ্দিন হেনা।
সম্মেলনে সভাপতি পদে প্রার্থী ছিলেন দুইজন। তাঁরা হলেন লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, লাকসাম পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো মজির আহমেদ, লাকসাম পৌরসভা বিএনপির বর্তমান আহবায়ক আবুল হাশেম মানু। দুইজনই সভাপতি পদে মনোনয়ন ফরম নিয়ে প্রার্থী হয়েছেন। মানু লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো আবুল কালামের অনুসারী। এতে কাউন্সিলর আছেন ৬৩৯ জন। এর মধ্যে ৫৯৮জন ভোট দেন। বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে মজির আহমেদ সভাপতি পদে জয়ী হন।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন তিনজন। তাঁরা হলেন পৌর যুবদল ও বিএনপির সাবেক নেতা গোলাম ফারুক, বেলালুর রহমান মজুমদার ও আবুল হোসেন। বেলালুর ও আবুল হোসেনের সঙ্গে ফারুকের সমঝোতা হয়। তাঁরা ফারুককে সাধারণ সম্পাদক পদে ছাড় দেন। ফলে এই পদে ভোট হবে না।
গোলাম ফারুক লাকসাম পৌর বিএনপির সাবেক সভাপতি ও র্যাবের হাতে গুম হওয়া হুমায়ুন কবীর পারভেজের ছোট ভাই। দলীয় নেতাক-মীরা ফারুককে সাধারণ সম্পাদক করায় অভিনন্দন জানিয়েছেন।