আন্তর্জাতিক শ্রমিক দিবস : লাকসামে জামায়াতের র‍্যালী-সমাবেশ

লাকসাম প্রতিনিধি
Thumbnail image

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওইদিন সকালে লাকসাম বাইপাস হাউজিং এস্টেট জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে পৌর শহরের ব্যাংক রোড চত্বরে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।

'শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে' এই শ্লোগানকে ধারণ করে আয়োজিত র‍্যালীতে জামায়াত- শিবিরের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, অথচ তাদের ন্যায্য অধিকার ও মর্যদা এখনও প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম পৌরসভা সভাপতি মাষ্টার এ কে এম শাহ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাঈনুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা (দক্ষিণ) জেলা সেক্রেটারী

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্যরাখেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা (দক্ষিণ) জেলা সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন হায়দার, লাকসাম উপজেলা সভাপতি সাবেক সেনা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সেক্রেটারি রফিকুল ইসলাম, পৌরসভা ইসলামী ছাত্রশিবির সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত