লাকসামে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

লাকসাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার লাকসামে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ আল আমিন (২৫) নামে যুবককে আটক করা হয়েছে। আটককৃত ওই যুবক পৌরশহরের পূর্ব লাকসাম এলাকার চাঁন মিয়ার ছেলে।

আজ সোমবার আটককৃত ওই যুবককে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, আগেরদিন (২৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লাকসামে দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল পৌরশহরের পূর্ব লাকসাম এলাকায় অভিযান চালিয়ে আল আমিন নামে ওই যুবককে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ৩৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনীর আটককৃত ওই যুবককে ইয়াবা ট্যাবলেটসহ লাকসাম থানা পুলিশের নিকট সোপর্দ্দ করেন।

এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ইয়াবা ট্যাবলেটসহ ওই যুবককে সেনাবাহিনী কর্তৃক থানায় সোপর্দ্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার (২৬ মে) তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত