কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা

মোবাইল রাখার অভিযোগে লালমাই অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ কেন্দ্রে বহিষ্কার ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৬ জুন ২০২৫, ১৭: ২৪
Thumbnail image

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় তিনজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। তাঁরা সবাই লালমাই উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী।

বহিস্কৃতরা হলেন মো নিয়ামত উল্লাহ রনি, মো তানভির হাসান ও নুরে আলম। মোবাইল রাখার অভিযোগে তাঁদের বহিষ্কার করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা।

বহিস্কৃতরা সবাই লালমাই সরকারি কলেজের পরীক্ষার্থী।

কুমিল্লা জেলা প্রশাসকের দপ্তরের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীনের কাছে ওই বার্তা পাঠানো হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, পরীক্ষা নীতিমালা ও আইন লঙ্ঘনের অভিযোগে এই তিনজন বহিষ্কার হন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত